লোকালয় ২৪

হবিগঞ্জে দু’পক্ষের টেটাযুদ্ধে আহত ৪০

হবিগঞ্জে দু’পক্ষের টেটাযুদ্ধে আহত ৪০

লোকালয় ডেস্কঃ হবিগঞ্জের বানিয়াচঙ্গে স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধসহ অন্তত ৪০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় টেটাবিদ্ধ ৫ জনকে সিলেট ও ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের জিটকা গ্রামের স্থানীয় প্রাইমারি স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে গ্রামের সুরুত আলীর সঙ্গে আবু মিয়ার বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে টেটাবিদ্ধসহ অন্তত ৪০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পুণরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’