সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে দুই উপজেলাকে হলুদ ও সাতটিকে সবুজ জোন ঘোষণা

হবিগঞ্জে দুই উপজেলাকে হলুদ ও সাতটিকে সবুজ জোন ঘোষণা

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  হবিগঞ্জে দুইটি উপজেলাকে হলুদ জোন ও সাতটি উপজেলাকে সবুজ জোন ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

রোববার রাতে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান কর্তৃক স্বাক্ষরিত সিলেট বিভাগ স্বাস্থ্য পরিচালক বরাবরে একপত্রে এ জোন চিহ্নিত করা হয়। এর মধ্যে জেলায় সব চেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী থাকায় চুনারুঘাট ও বাহুবল উপজেলাকে হলুদ জোন হিসেবে দেখানো হয়েছে।

এছাড়াও অপর সাতটি উপজেলা, হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ, মাধবপুর, বানিয়াচং, আজমিরীগঞ্জ, নবীগঞ্জ ও লাখাই উপজেলাকে সবুজ জোন হিসেবে চিহ্ন করা হয়েছে।

ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্বল জানান, উপজেলার মোট জনসংখ্যা ও গত ১৪ দিনের করোনা আক্রান্ত রোগীর সংখ্যার উপর ভিত্তি করে এলাকা ভিত্তিক জোন হিসেবে চিহ্নি করা হয়েছে। পরবর্তীতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও এরইমধ্যে অধিক ঝুঁকিপূর্ণ চুনারুঘাট ও বাহুবল উপজেলায় আপাতত ১৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত যানবাহন ও জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য উপজেলা প্রশাসনকে বলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com