লোকালয় ২৪

হবিগঞ্জে তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ

হবিগঞ্জে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ(১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ৷

lokaloy24.com

জেলা তথ্য অফিস হবিগঞ্জের উদ্যোগে ২১জুন২০২১ খ্রিঃ হবিগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, বাল্যবিবাহ, সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ, তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার, জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অর্জিত সাফল্যসমূহ ইত্যাদি সম্পর্কে জনগণকে তথ্য প্রদান ও উৎবুদ্ধকরণের লক্ষ্যে একটি মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়৷ উক্ত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব তাওহীদ আহমদ সজল, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, হবিগঞ্জ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনাব মোঃ মাহবুবুল আলম, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, হবিগঞ্জ, জনাব চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সাধারণ সম্পাদক, হবিগঞ্জ প্রেসক্লাব, জনাব মোঃ আলমগীর খান, জেলা প্রতিনিধি, বাংলাদেশ টেলিভিশন। অনুষ্ঠানের শুরুতে জেলা তথ্য অফিসার জনাব পবন চৌধুরী অনুষ্ঠান আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন৷ উক্ত মহিলা সমাবেশের সভাপতি জনাব চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সভাপতি, প্রেসক্লাব হবিগঞ্জ এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে৷