লোকালয় ২৪

হবিগঞ্জে ঝুঁকির মধ্যে ১১ লাখ শিশু!

হবিগঞ্জে ঝুঁকির মধ্যে ১১ লাখ শিশু!

নিজস্ব প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের (বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, খরা প্রভৃতি) কারণে বাংলাদেশে ঝুঁকির মধ্যে রয়েছে এক কোটি ৯৪ লাখ শিশু।

তন্মধ্যে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার ২৫ লাখ ৩৪ হাজার ১৮৭ জন শিশু। নিজেদের ওয়েবসাইটে একটি প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। প্রতিবেদনটি তৈরী করেছেন সিমন ইনগ্রাম।

ইউনিসেফের প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের ২০টি জেলা জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে রয়েছে। এসব জেলায় ১৮ বছরের নিচে প্রায় দুই কোটি শিশু ঝুঁকির মধ্যে আছে।

ঝুঁকির মধ্যে থাকা ২০টি জেলা হচ্ছে- সুনামগঞ্জ, হবিগঞ্জ, পিরোজপুর, জামালপুর, নেত্রকোণা, ভোলা, ফরিদপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, নোয়াখালী, কক্সবাজার, রাজশাহী, গাইবান্ধা, টাঙ্গাইল, বাগেরহাট, নীলফামারী ও সিরাজগঞ্জ।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সুনামগঞ্জ জেলায় ১৮ বছরের নিচের বয়সী ১৪ লাখ ৮ হাজার ১৯৪ জন এবং ৫ বছরের নিচের বয়সী ৪ লাখ ২৪ হাজার ২৭৫ জন শিশু জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে রয়েছে।

অন্যদিকে, হবিগঞ্জে ১৮ বছরের নিচের বয়সী ১১ লাখ ২৫ হাজার ৯৯৩ জন এবং ৫ বছরের নিচের বয়সী ৩ লাখ ২৬ হাজার ৫১৭ জন শিশু একই ধরনের ঝুঁকিতে আছে।