সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা

হবিগঞ্জে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা

হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে একজন নিহতের ঘটনায় অবশেষে মামলা দায়ের হয়েছে। গতকাল সোমবার দুপুরে নিহত স্বপনের পিতা ছুরত আলী বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।

মামলায় ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। এদিকে গ্রেফতার আতঙ্কে পুরুষ শূন্য হয়ে পড়েছে কাশিপুর গ্রাম। এ সুযোগে প্রতিপক্ষের লোকজন ছাড়াও তৃতীয় একটি পক্ষ বাড়িঘরে হামলা ও লুটপাট করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি তাদের হাত থেকে গবাদি পশুও রক্ষা পাচ্ছে না।

গতকাল রবিবার সকালে পূর্ব বিরোধের জের ধরে উপজেলার কাশিপুর গ্রামের সালামত মিয়া ও সুলতান আহমেদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে সুলতান পক্ষের সমর্থক স্বপন নিহত হয়। এ সময় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে গত রবিবার রাতে নিহত স্বপন মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। ঘটনার সাথে জড়িত দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে।
হবিগঞ্জ সদর থানার (ওসি) ইয়াছিনুল হক জানান, কাশিপুর গ্রামে যাতে শান্তি-শৃঙ্খলার বিঘœ না ঘটে সেজন্য সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। তবে কোনো নিরীহ লোকজন যাতে হয়রানির শিকার না হয় এবং আসামিদের বাড়ি ঘরে কেউ হামলা বা লুটতরাজ করতে না পারে তার জন্য পুলিশ সতর্ক আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com