লোকালয় ২৪

হবিগঞ্জে গৃহবধুকে নিয়ে পাল্টাপাল্টি মামলা!

হবিগঞ্জে গৃহবধুকে নিয়ে পাল্টাপাল্টি মামলা!

ক্রাইম ডেস্কঃ হবিগঞ্জ সদর উপজেলার পৈল ইউনিয়নের পৈল গ্রামের আব্দুর রউফ ওরফে তোতা মিয়া তারই পুত্রবধুর ফেরদৌসি আক্তার রুমানার বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরী করেছেন। অপর দিকে পুত্র বধুর বড় ভাই মোস্তাক আহমেদ বাদী হয়ে হবিগঞ্জ নির্বাহী ম্যাজেস্ট্রেট এর আদালতে ১০০ ধারায় রুমানাকে উদ্ধারের জন্য মামলা দায়ের করেন।

এ নিয়ে এলাকায় রসালো আলোচনার ঝড় বইছে, জিডি সুত্রে জানা যায় চলতি বছরের ১৯ জানুয়ারী আব্দুর রউফ ,আখঞ্জির পুত্র আব্দুল মন্নান আখঞ্জির সাথে বিয়ে হয় লস্করপুর ইউনিয়নের শরীফপুর গ্রামের প্রবাসী ছিদ্দিক আলীর কন্যা ফেরদৌসি আক্তার রুমনার সাথে। শশুরের অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, ফেরদৌসি আক্তার রুমানার পরকীয়ায় আসক্ত থাকায় শশুরালয়ে নানা রকম অশান্তি শুরু হয়, বিষয়টি উভয় পক্ষে অভিবাবকদের নজরে আসলে শালিশে নিস্পত্তি করার চেষ্টা করা হয়। গত ১৮ই অক্টোবর দুপুর দুইটায় হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক এর নেতৃত্বে এক শালিস বিচারের তারিখ ধার্য করা হলেও, কনে পক্ষের কেউ হাজির না হলে বিষয়টি নিস্পত্তি করা সম্ভব হয়নি।পরে কনের বড় ভাই মোস্তাক আহমেদের আবেদনের প্রেক্ষিতে গত ২০শে অক্টোবর আদালতের আদেশে হবিগঞ্জ সদর থানার এস আই আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ রুমানাকে তার চাচা হারুণ মিয়ার বাসা থেকে উদ্ধার করেন।