লোকালয় ডেস্ক:ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নছরতপুর নামকস্থানে কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে নারী পুরুষসহ ৬ জনের প্রাণহানি ঘটেছে। আহত এক নারীকে সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ সোমবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে এ ঘটনাটি ঘটে। হতাহতদের বাড়ি চুনারুঘাট উপজেলায়।তারা প্রাণ কোম্পানির শ্রমিক বলে জানা গেছে।
নিহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক চুনারুঘাট উপজেলার সাকির মোহাম্মদ ইউনিয়নের ফান্ডাইল গ্রামের আহাদ মিয়া (৩০), তার স্ত্রী হনুফা (২৫), একই গ্রামের সোহাগ মিয়া (২৮), স্বপন মিয়া (২৫), একই উপজেলার শ্রীবাউর গ্রামের রাহেলা (৩০), আলমগীর মিয়া (২৮)। আহত রাজিয়ার (২৮) বাড়ি শ্রীবাউর গ্রামে।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ম্যানেজার আরিফুল ইসলাম জানান, নিহত ও আহতরা অলিপুর প্রান কোম্পানির শ্রমিক বলে জানা গেছে। ঘটনার পর পর স্থানীয় লোকজনের সহায়তায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার বিগ্রেডের কর্মীরা লাশগুলো বের করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়। দুর্ঘটনার কারণে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ ট্রাক ও সিএনজি আটোরিকশাটি জব্দ করেছে। ট্রাক চালক পালিয়ে গেছে।
লোকালয় ডেস্ক:শায়েস্তাগঞ্জ হাইওয়ে তানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান হাইওয়ের ওসি মাইনুল ইসলাম।
Leave a Reply