লোকালয় ২৪

হবিগঞ্জে ইজতেমার অনুমতি না পেয়ে জেলা তাবলীগ জামাত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান 

lokaloy24.com

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জে ইজতেমার অনুমতি না পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে হবিগঞ্জ জেলা তাবলীগ জামাত।
আজ সকাল ৯ টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহণে জেলার বিভিন্ন উপজেলা হতে আগত তাবলীগ জামাত নেতৃবৃন্দ।
জানা যায় গত ২২ ফেব্রুয়ারী জেলা প্রশাসক বরাবরে
দাওয়াত ও তাবলীগের ইজতেমার অনুমতি চেয়ে আবেদন করেন , অনুলিপি দিয়েছি পুলিশ সুপারকে,উপজেলা চেয়ারম্যান,ভারপ্রাপ্ত কর্মকর্তাকে

lokaloy24.com

অনুমতি না পেয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে অন্যথায় আল্লাহর রাস্তায় জান কুরবানী করব। বলে জেলা শুরা তাবলীগ নেতা আব্দুল হান্নান বলেন।
তিনি বলেন মহান আল্লাহ তালার ইচ্ছায় আপনি
গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন। দেশ ও জনগনের কল্যাণার্থে আপনার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখতে
আমাদের অনুমতি দেন। তাবলীগ জামাত বাংলাদেশের অরাজনৈতিক ধর্মীয় সংগঠন। এই সংগঠনের বিশ্ব মার্কাজ সদর দপ্তর ভারতের রাজধানী দিল্লির নিজামুদ্দিন বাংলা ওয়ালি মসজিদ এবং নিজামুদ্দিন থেকে বিচ্যুত হয়ে একটি বিদ্রোহী গ্রুপ বাংলাদেশ তাবলীগ জামাত নস্যাত করতে অপচেষ্টা করছে এরই ধারাবাহিকতায় হবিগঞ্জে তাবলীগ জামাত মেহনতের কাজ পরিচালনা করছি। আগামী ২৭,২৮,২৯ ফেব্রুয়ারী ২০২০ তারিখ হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদ পুর সংলগ্ন দক্ষিণ পার্শ্বে ও বাসষ্টেন্ডের পশ্চিম পাশে প্রতি বছরের ন্যায় পালন করতে অনুমতি চেয়েছি। না পেয়ে অবস্থান কর্মসূচি পালন করছি।