লোকালয় ২৪

হবিগঞ্জে আরো ৮১ জন করোনায় আক্রান্ত

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  হবিগঞ্জে নতুন আরো ৮১ জনের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ এসেছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা হলো ৩৫৭ জন। মারা গেছেন চারজন। গতকাল শনিবার রাতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ঢাকার জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নতুন ৮১ জনের আক্রান্তের রিপোর্ট আসে। এর মধ্যে রয়েছেন ডাক্তার এএসপি, এসআই, এএসআই, পুলিশ কনষ্টেবল, ব্যাংক কর্মকর্তা কর্মচারি।
এই ৮১ জনের মধ্যে হবিগঞ্জ সদর ৪০, মাধবপুর ২২, চুনারুঘাট ৭, বানিয়াচং ৬, লাখাই ২, আজমিরীগঞ্জ ২ এবং বাহুবল ও নবীগঞ্জ উপজেলার একজন করে।
জেলা স্বাস্থ্য বিভাগের হিসেবে গত ১১ এপ্রিল থেকে এ পর্যন্ত হবিগঞ্জ জেলায় মোট ৩৫৭ জনের করোনা সনাক্ত হয়েছে। এদের মধ্য থেকে মারা গেছেন চারজন এবং সুস্থ হয়েছেন ১৫৮ জন। বাকীরা সরকারি ও হোম আইসোলেশনে রয়েছে। তবে মৃতদের মাঝে একজন ক্যান্সারেও আক্রান্ত ছিলেন।