আব্দুল জাহির মিয়াঃ হবিগঞ্জে ৬ জুন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিসি-১(হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর সৌরভ মোঃ অসীম শাতিল এবং সিনিয়র এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার বাল্লা গেইট এর জজ বাড়ীর ভিতরে আবু কালামের ভাড়াটিয়া বাসা হইতে অভিযান পরিচালনা করে ২০.৫ কেজি
গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আবু কালাম (২৩), পিতা- আব্দুল বারিক, সাং- হাপ্টার হাওর, থানা- চুনারুঘাট,(এ/পি জজ বাড়ী হারুনের ভাড়াটিয়া) থানা- শায়েস্তাগঞ্জ, (২)। মোঃ মনির মিয়া (২৪), পিতা- মৃত কুদ্দুস মিয়া সাং- হাপ্টার হাওর, থানা-চুনারুঘাট, উভয় জেলা- হবিগঞ্জদের’কে গ্রেফতার করে।
পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ১৯(গ)৪১ ধারায় মামলা দায়ের করে আসামীদের’কে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করেছে।