লোকালয় ২৪

হবিগঞ্জের লাখাইয়ে বিষপানে কলেজ ছাত্রীর আত্মহত্যা

হবিগঞ্জের লাখাইয়ে বিষপানে কলেজ ছাত্রীর আত্মহত্যা

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের লাখাইয়ে বিষপানে গিতা রানী দাশ (১৭) নামে এক কলেজ ছাত্রীর আত্মহত্যা করেছে।

সে লাখাইয় উপজেলার রুহিতনসি গ্রামের উপেন্দ্র দাশের কন্যা এবং লাখাইয় মুক্তিযুদ্ধা সরকারি কলেজের এবাদশ শ্রেনীর ছাত্রী।  শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, ওই কলেজ ছাত্রী সকলের অগোচরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। এ সময় পরিবারের লোকজন বিষয়টি আচ করতে পেরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বামৈ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সেখানে তার মৃত্যু হয়।

পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।