সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের বাহুবলে মোবাইল ভ্যানে ১ মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

হবিগঞ্জের বাহুবলে মোবাইল ভ্যানে ১ মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

হবিগঞ্জের বাহুবলে মোবাইল ভ্যানে ১ মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন।

বাহুবল প্রতিনিধি : বাহুবলে টেকাব প্রকল্পের আওতায় উপজেলার ৪০ জন বেকার যুবক যুবতীরদের মাঝে মোবাইল ভ্যানে ১ মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা যুব উন্নয়ন কর্মকতার কার্যালয়ের আয়োজনে উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন। বাহুবল অফিসার্স ক্লাবে উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ-এর সভাপতিত্বে ও ক্রেডিট সুপারভাইজার জহিরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফখর উদ্দিন।
উপজেলার ৪০ জন বেকার যুবক-যুবতীদের থেকে ২০ জন করে ২টি ব্যাচে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর ঐক্লান্ত প্রচেষ্টায় হবিগঞ্জ জেলার একমাত্র বাহুবল উপজেলা হিসেবে উক্ত প্রশিক্ষণের অনুমোদন পায়। অনুমোদন প্রাপ্তির পর উপজেলা থেকে এইচএসসি পাশ যুবক ও এসএসসি পাশ যুবতীদেরকে বাছাই করে ৪০ জনকে মনোনীত করে বুধবার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com