লোকালয় ২৪

হবিগঞ্জের বাহুবলে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অভিযোগ

বাহুবলে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অভিযোগ

জুবায়ের আহমেদ, বাহুবল হবিগঞ্জ: বাহুবল উপজেলার ডুবাঐ এলাকার হিলালপুর শাহজালাল(রঃ)সুন্নীয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ সাইফুল ইসলামের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বাহুবল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেছেন এক অভিভাবক।
জানা যায়, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ডুবাঐ হিলালপুর শাহজালাল(রঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসার-২০১৯-সালে দাখিল পরীক্ষায় অংশ গ্রহন করে উপজেলার মহিষদুলং গ্রামের দরবেশ আলীর মেয়ে মোছাঃ সাবানা আক্তার ২.৬৯ পেয়ে কৃতকার্য হয়।বোনের প্রসংসাপত্র আনতে গতকাল বুধবার মাদ্রাসায় যান সাবানার ভাই মহিবুল ইসলাম। মহিবুল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ সাইফুল ইসলামের কাছে গেলে সুপার প্রথমে মহিবুল ইসলামের সাক্ষর নেন।প্রসংসাপত্র দেয়ার সময় সুপার মহিবুলের কাছে ৫শত টাকা দাবী করেন। মহিবুল টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সুপার প্রসংসাপত্র দিবেননা বলে মহিবুলকে জানিয়ে দেন। নিয়ে মহিবুল ইসলামের সাথে সুপার সাইফুল ইসলামের কথা-কাটাকাটি হয়। এক পযার্য়ে মহিবুল ইসলাম বাদী হয়ে বাহুবল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে সুপার সাইফুল ইসলামের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয় নিয়ে এলাকাবাসীর সাথে কথা হলে তারা বলেন শুধু সাবানা আক্তার নয়,সুপার সাইফুল ইসলাম কৃতকার্য সকল শিক্ষার্থীদের কাছ থেকে চার ৫শত টাকা হাতিয়ে নিয়েছেন, অভিভাবকরা বলেন মাদ্রাসায় অনেক গরীব দুঃখী ও অসহায় শিক্ষার্থীরাও রয়েছেন কিন্তু হিলালপুর শাহজালাল(রঃ)সুন্নিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ সাইফুল ইসলাম কৃতকার্য কোন শিক্ষার্থীকে মাফ দেননি। আমরা অভিভাবকরা কৃর্তপক্ষের কাছে এর বিচার চাই।