লোকালয় ২৪

হবিগঞ্জের বাহুবলে প্রাইমারী স্কুলের তিন শিক্ষিকাকে শোকজ

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে উপজেলার মৌরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তিন জন সহাকারী শিক্ষককে শোকজ করেছেন উপজেলা নির্বাহী অফিসার।

শনিবার (৪ আগষ্ঠ) সকাল ১০টায় তাদের বিদ্যালয়ে না পেয়ে এ শোকজ করা হয়।

জানা যায়, মৌরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তিনজন নারী শিক্ষিকা প্রতিদিন সকাল সাড়ে ১০টা/১১টার দিকে বিদ্যালয়ে আসেন। আবার তিনটা বাজার আগেই বিদ্যালয় ত্যাগ করেন। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন, শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ে গিয়ে দেখেন সহকারী শিক্ষিকা নাজনীন সুলতানা, রোকসানা আক্তার, রাফিয়া আক্তার বিদ্যালয়ে যাননি।

পরে তাদেরকে শোকজ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যেতির্ময় সরকার জানান, তারা সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ে এসেছেন।

চতুর্থ শ্রেনীর ছাত্রীর এক অভিবাবক জানান, তিন জন মাষ্টারন্নি সাড়ে ১০টা ১১টার আগে স্কুলে আইন না। আবার তিনটার আগেই স্কুল ছুঠি দিয়া যাইন গা।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মজিদ জানান, আজ রোববার তাদের কারন দর্শানোর নেটিশ পাঠাব।