লোকালয় ২৪

হবিগঞ্জের বানিয়াচঙ্গে ধান শুকানোকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫০

হবিগঞ্জের বানিয়াচঙ্গে ধান শুকানোকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫০

এম সজলুঃ হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার মুরাদপুর ইউনিয়নের ঘোষহাটি গ্রামে খলায় ধান শুকানোকে কেন্দ্র করে সংঘর্ষে ৫০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় টেটাবিদ্ধ ৩ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও আহত অবস্থায় ২৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘোষহাটি গ্রামের মৃত বজেন্দ্র ঘোষের পুত্র বজেস্র ঘোষের সাথে দীর্ঘদিন যাবত ধান শুখানোর খলা নিয়ে বিরোধ চলে আসছে একই গ্রামের দেবেন্দ্র ঘোষের পুত্র হেমেন্দ্র ঘোষের। সেমাবার দুপুরে বজেস্র ঘোষের লোকজন হঠাৎ ওই বিরোধপুর্ণ খলায় ধান শুখাতে যায়। এসময় হেমেন্দ্র  ঘোষের লোকজন তাদেরকে বাঁধা দেয়। আর এতে করে উভয় পক্ষ বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতদের মধ্যে, সুমন ঘোষ (১৭), সুবেল ঘোষ (৩৬), বিমলা ঘোষ (৬০), মনদির ঘোষ (৫০), প্রদীপ ঘোষ (২৭), অতুল ঘোষ (২৬), লিটন ঘোষ (২৫), দুলাল ঘোষ (৩৫), সত্য ঘোষ (২৭), বজেস্র ঘোষ (৭০), আব্দাল ঘোষ (৫৫), শম্ভু ঘোষ (৩২), লোকেষ ঘোষ (৪৫), সুজন ঘোষ (৩৫), নীরদ ঘোষ (৪৫), সুনিল ঘোষ (৫০), উকিল ঘোষ (৫০), শ্রী কান্ত ঘোষ (৫৩), শ্যামল চন্দ্র ঘোষ (২৮), নিশিকান্ত ঘোষ (৩০), আকিল ঘোষ (৬৫), রুপেল ঘোষ (৪৫), সত্য রঞ্জন ঘোষ (২৬), রুক্ষিনী ঘোষ (২৫), পাখি ঘোষ (৩০)সহ ৩০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খলায় ধান শুখানো নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে 8 জনকে আটক করা হয়েছে।