হবিগঞ্জের বানিয়াচংয়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শন এবং ত্রান বিতরণ করেছেন জেলা প্রশাসক।

হবিগঞ্জের বানিয়াচংয়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শন এবং ত্রান বিতরণ করেছেন জেলা প্রশাসক।

 

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বন্যা কবলিত ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন এবং বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
২৪ জুলাই শুক্রবার হাওর এলাকার
মক্রমপুর, মন্দরী, মুরাদপুর ও পৈলারকান্দী ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন গ্রাম ঘুরে দেখেন।
এরপর জেলা প্রশাসক মুরাদপুর এসইএসডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অস্থায়ীভাবে স্থাপিত বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শন শেষে আশ্রয়কেন্দ্রে আগত নতুন পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বিভিন্ন স্থানে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ আহরণকারী জেলেদের প্রায় ২৫ হাজার মিটার জাল জব্দ করেন এবং জেলেদেরকে অবৈধ কারেন্ট জাল ও কাঁথা/বেড় জাল ব্যবহার করতে নিষেধ করেন।
আশ্রয় কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী বিথঙ্গল আখড়া পরিদর্শন করেন ও আখড়ায় বসবাসকারী ব্যক্তিদের সাথে কথা বলে বিভিন্ন বিষয়ে খোঁঁজখবর নেন। উক্ত পরিদর্শনে জেলা প্রশাসক মহোদয়ের সাথে ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ
চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী,জেলা মৎস্য কর্মকর্তা শাহজাদা খসরু, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা প্রমুখ।
জেলা প্রশাসক বন্যায় দুর্গতদের বলেন,ধৈর্য ধারন করতে সরকার তাদের পাশে আছে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান সহায়তা বিতরন অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com