হবিগঞ্জের পৌরসভায় নৌকার মনোনয়ন পেলেন আতাউর রহমান সেলিম।
মোঃ সনজব আলীঃ আগামী ২৮ ফেব্রুয়ারি হতে যাওয়া হবিগঞ্জের পৌরসভার নির্বাচনের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক পেয়েছেন হবিগঞ্জ পৌরসভা নৌকা মাঝি হলেেন যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম ।
এর আগে গত শুক্রবার রাতে হবিগঞ্জ পৌর যুবলীগের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আতাউর রহমান সেলিম দলীয় মনোনয়ন পেতে পরিচয় তুলে ধরে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। দিয়েছেন নৌকা মার্কা ।সেই তালিকায় বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান রয়েছেন তালিকার ৩ নম্বারে। ২ নম্বারে রয়েছেন, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, পর্যাক্রমে জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মর্তুজ আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নূর উদ্দিন চৌধুরী বুলবুল, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমীন ওসমান ও পৌর আওয়ামী লীগ নেতা শেখ তারেক উদ্দিন সুমন।
অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীতা ঘোষণা দেয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে ভোটারদের সাথে করছেন মতবিনিময়। উঠান বৈঠক করে দোয়া, সহযোগীতা কামনা করছেন। হবিগঞ্জ পৌর নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৮ ফেব্রুয়ারি (পঞ্চম ধাপে) অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে)-এর মাধ্যমে।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২ ফেব্রুয়ারি, প্রার্থিতা বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি ও প্রতীক বরাদ্দ ১২ ফেব্রুয়ারি।