লোকালয় ২৪

হবিগঞ্জের ধুলিয়াখালে ভেজাল ডিটারজেন্ট কারখানা সিলগালা

হবিগঞ্জের ধুলিয়াখালে ভেজাল ডিটারজেন্ট কারখানা সিলগালা

স্টাফ রিপোর্টার: শহরতলীর ধুলিয়াখালে ভেজাল ডিটারজেন্ট প্যাকেজিং কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি’র নেতৃত্বাধীন র‌্যাবের একটি দল শহরে ধূলিয়াখাল এলাকায় এ অভিযান চালায়। এসময় ১ হাজার প্যাকেট ও ৫০ কেজি খোলা ডিটারজেন্ট জব্দ করা হয়। তবে ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে কারখানা মালিক পালিয়ে যায়। র‌্যাব জানায়-বিকেলে সাইনবোর্ড বিহীন ওই প্রতিষ্ঠানে অভিযানকালে দেখা যায়, রিন ডিটারজেন্ট সদৃশ প্যাকেটে ভেজাল পাউডার প্যাকেজিং করা হচ্ছে। প্যাকেটের গায়ে বিএসটিআই এর অনুমোদন সীল, ইউনিলিভালের মতো মনোগ্রাম ও মূল্য ৬০ টাকা নির্ধারিত রয়েছে। মেয়াদের তারিখও স্পষ্ট করে ছাপানো। দেখে বুঝার উপায় নেই এগুলো ভেজাল ডিটারজেন্ট। হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট রাসনা শারমিন মিথি ঘটনার সত্যাত স্বীকার করে জানান, নকল কারখানায় অবৈধভাবে ডিটারজেন তৈরী করা হতো। এখানে অবৈধভাবে তৈরী বিএসটিআই নকল সিল ও ইউনিভালের নকল মোড়ক পাওয়া গেছে। তিনি বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে তবে যেখানে ভেজাল খাদ্য কিংবা নকল কারখানা পাওয়া যাবে সেখানেই অভিযান চলবে।