সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে রাতের আধাঁরে অভাবীদের ঘরে চেয়ারম্যান সনজু চৌধুরী

হবিগঞ্জের চুনারুঘাটে রাতের আধাঁরে অভাবীদের ঘরে চেয়ারম্যান সনজু চৌধুরী

আব্দুর রাজ্জাক রাজু, অনুসন্ধানী প্রতিবেদনঃ রাতের আধাঁরে অভাবীদের ঘরে খাদ্যসামগ্রী নিয়ে প্রতিদিন ছুঠছেন চেয়ারম্যান সনজু চৌধুরী।

করোনা ভাইরাস আতংকে সবাই যখন ঘরে বসে সময় কাটাচ্ছেন, ঠিক তখনই মধ্যবৃত্তদের খাদ্য সংকট দেখা দিয়েছে।গায়ের পোশাক ভাল হলেও ঘরে খাবার নেই কর্মহীন মধ্যবৃত্তের।

মুখ লজ্জ্বায় বলতে না পারা অভাবী লোকদের মনের ভাষা বুঝে প্রতিরাতে-ই খাদ্যসামগ্রী নিয়ে দরজায় হাজির চেয়ারম্যান সনজু চৌধুরী।

আমুরোড বাজারের মুদি ব্যবসায়ি ছাবু মিয়ার দোকান থেকে প্রতিদিন রাতে খাদ্যসামগ্রীর পেকেট নিয়ে কোথায় যাচ্ছেন সনজু চৌধুরী।সে অনুসন্ধান করতে, পিছু নিলাম তার। দেখতে পেলাম এক মানবতা ও মানবসেবার দৃশ্য।

নাম প্রকাশ না করে,আহম্মদাবাদ ইউনিয়নের প্রায় গ্রাম থেকেই মধ্যবৃত্ত কয়েকজন জানালেন সনজু চৌধুরী রাতে তাদের কে খাদ্যসামগ্রী দিয়ে আসছেন।
দোকানদার ছাবু মিয়া বলেন প্রতিদিন আমার দোকান থেকে চেয়ারম্যান-সাব চাউল,ডাল,তৈল,আলু, চিনি,লবন ও সাবান পেকেট করে টমটমে নিয়ে যান। বুঝতে বাকী রইলোনা।তাহলে নিজের অর্থে আর কতদিন চলবে সেই সহযোগীতা। কতদিন-ই বা ঘরে থাকতে হবে এভাবে, সেই প্রশ্ন রয়েই গেল।

সরকারী সকল সহায়তা বা অনুদানের সবটুকু তিনি ১২ জন ইউপি সদস্য ও ওয়ার্ড কমিটি’র মাধ্যমে বিতরণ করে দেন। নিজে একমুষ্ঠি চাউলও বন্টন করেন না।সেখানে অধিকাংশ অতি দরিদ্রদের অগ্রাধিকার থাকে।
তাহলে মধ্যবৃত্তরা যাবে কোথায়?
তাদের বুক ফাটে তবুও মুখ খুলে না!তাই তিনি তার ইউনিয়নের বনগাঁও, গোছাপাড়া, রাজার বাজার,বগাডুবি,কালিশিড়ি, গনশ্যামপুরসহ প্রায় গ্রামে খোজ-খবর নিয়ে নিজস্ব অর্থ্যায়নে খাদ্য সামগ্রি নিয় ছুঠে যান।

এক প্রশ্নের জবাবে সনজু চৌধুরী বলেন-সামর্থ্যানুযায়ী মানুষের পার্শে দাড়িয়েছি।লোক দেখানো বা ছবি তোলার কি আছে। দেশের র্দুসময়ে মানুষের পার্শে দাড়ানো-ই তিনি এবাদত মনে করেন।
৯ বছর চেয়ারম্যানের দায়ীত্ব পালনে কোন প্রকার দুর্নাম হয়নি তার। পরপর ২ বার জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

করোনা ভাইরাস সংক্রমনের শুরুতেই স্থানীয় সংসদ সদস্য বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর নির্দেশে তার নিজ এলাকায় ৪০০ পরিবারে খাদ্যসামগ্রী পৌছে দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com