হবিগঞ্জের চুনারুঘাটে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় আটক ৭

হবিগঞ্জের চুনারুঘাটে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় আটক ৭

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করার সময় সাতজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার সন্ধায় আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে চুনারুঘাট থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে বাল্লা সীমান্তের ১৯৬৬/২ এস পিলারের বাংলাদেশ অভ্যন্তরে কেদারাকোর্ট নতুন বন্দর এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করেন বাল্লা বিজিবির সুবেদার মো. তোফাজ্জল হোসেন।

আটককৃতরা হলেন— আজমেরীগঞ্জ উপজেলার জিলুয়া গ্রামের বাসিন্দা রামেন্দ্র নারায়ন চৌধুরীর ছেলে আলয় চৌধুরী (৩০), লাখাই উপজেলার মুড়াকড়ি গ্রামের নবদ্বীপ দাসের ছেলে গোপাল দাস গোস্বামী (২৭), সিলেটের বালাগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের রবীন্দ্র কুমার দাসের ছেলে রঘুনাথ দাস লিটন (৪৩), হবিগঞ্জ সদর উপজেলার নোয়াহাটি গ্রামের মৃত হরেন্দ্র তালুকদারের ছেলে অভি তালুকদার (৪৫), সুনামগঞ্জের দিরাই উপজেলার দৌওজ গ্রামের শ্যামল চন্দ্র রায়ের ছেলে শিবাজি রায় (৪১), হবিগঞ্জ সদর উপজেলার নারায়নপুর (সুলতানপুর) গ্রামের মনিন্দ্র চন্দ্র গোপের ছেলে রতিন্দ্র চন্দ্র গোপ (৫১) ও চুনারুঘাট উপজেলার টিলা গ্রমের মৃত মর্তুজ আলীর ছেলে সাহাব উদ্দিন (৩৭)।

এ সময় চুনারুঘাট উপজেলার কেদারকোট গ্রামের আব্দুল খালেকের ছেলে জমরুত মিয়া (৫০), একই গ্রামের মৃত ভিমরাজ মিয়ার ছেলে মিজান (৩৫) ও আব্দুল নুরের ছেলে মো. কাদির (৪০) পালিয়ে যায়।

পরে বিজিবির নায়েক মো. আল-আমিন বাদী হয়ে আটককৃতসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দিয়ে চুনারুঘাট থানায় হস্তান্তর করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com