সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে ট্রাফিক সপ্তাহের তৃতীয় দিনে ৬০ যানবাহন আটক

হবিগঞ্জের চুনারুঘাটে ট্রাফিক সপ্তাহের তৃতীয় দিনে ৬০ যানবাহন আটক

চুনারুঘাট প্রতিনিধি : সারাশের ন্যায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ট্রাফিক সপ্তাহ চলছে। মঙ্গলবার ট্রাফিক সপ্তাহের তৃতীয় দিনে চুনারুঘাট থানা পুলিশ ও ট্রাফিক পুলিশদের সমন্বয়ে চুনারুঘাট মধ্য বাজারে চেক পোস্ট বসিয়ে যানবাহনের লাইসেন্স, চালকের ড্রাইভিং লাইসেন্স সহ আনুষাঙ্গিক কাগজপত্র যাচাই করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান, এস.আই ওমর ফারুক, এস.আই অলক বড়ুয়া, এস.আই সজিব, এস.আই নাজমুল হাসান সহ একদল পুলিশ।

 

সারাদিন পুলিশের চেক পোস্টে ফিটনেসবিহীন, লাইসেন্স বিহীন অটো টেম্পু, মোটরসাইকেল, টমটম গাড়ি, সিএনজি অটোরিক্সা সহ প্রায় ৬০টি গাড়ি আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। প্রত্যেকটি গাড়ির বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

এব্যাপারে চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান বলেন, ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন গাড়ির চালক বা ট্রাফিক আইন লংঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আইন-শৃংখলা বাহিনী। আমরা এখন ট্রাফিক রুলের কঠোর প্রয়োগে উদ্যোগ নিয়েছি।

 

চুনারুঘাটে আগামী ১১ই আগষ্ট পর্যন্ত ট্রাফিক সপ্তাহ পালিত হবে। অন্যদিকে লক্ষ্য করা যায়, গাড়ির কাগজপত্র যাচাইয়ের কারণে চুনারুঘাট পৌর শহরে অনেক সিএনজি অটোরিক্সা শূন্য হয়ে পড়েছে।

 

লোকালয়/একে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com