এম এস জিলানী আথনজী, চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের গাজীনগর গ্রামে স্বামীকে বেধে গৃহবধুকে গনধর্ষণ মামলার দ্বিতীয় আসামী আব্দুল হাই (৩২) কে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। মামলার এজহারভুক্ত ৪নং আসামী জেল হাজতে। অপর দুই আসামীকে গ্রেফতারের জন্য খোজছে পুলিশ। গতকাল (১৫ জানুয়ারী) মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার তদন্ত অফিসার মোঃ আলী আশরাফের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার গাজীনগর গ্রামের তার নিজ বাড়ী থেকে তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। সে ওই গ্রামের মোঃ আকছির মিয়া উরপে ডেঙ্গা মিয়ার পুত্র। মামলার বিবরণে জানা যায়, গত বছরের (৪ অক্টোবর) রাতে গৃহবধুর সামনে স্বামীকে বেধে ৪ লম্পট মিলে গনধর্ষন করে। এ ঘটনায় গত বছরের ৫ অক্টোবর ৪ জনকে আসামি করে চুনারুঘাট থানায় গনধর্ষন মামলা দায়ের করা হয়। যার মামলা নং-০৬। এ ব্যাপারে থানার তদন্ত অফিসার আলী আশরাফ জানান, (১৬ জানুয়ারী) রোজ বুধবার থাকে জেল হাজতে প্রেরন কার হবে।