স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় দায়ে প্রশাসনের অভিযানে এক ব্যাক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
রবিবার (২১ আগষ্ট২২) ইং বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।উপজেলার হলদিউড়া এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময়ে ইজারা বহির্ভুত স্থান থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়।প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
Leave a Reply