লোকালয় ২৪

হজে গিয়ে সৌদিতে মারা গেলেন ৩৩ বাংলাদেশি

হজে গিয়ে সৌদিতে মারা গেলেন ৩৩ বাংলাদেশি

সৌদি আরবে বিভিন্ন কারণে এ পর্যন্ত মোট ৩৩ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। রবিবার (৪ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের পরিচালিত হজ বুলেটিনের সর্বশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।

নিহত বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে ২৮ জন পুরুষ আর ৫ জন নারী। তাদের মধ্যে মক্কায় ২৬ জন, মদিনায় ৬ ও জেদ্দায় ১ জনের মৃত্যু হয়েছে।

রবিবার দুইজন হজযাত্রীর মৃত্যু হয়। মৃত্যু হওয়া একজন হলেন কুমিল্লা জেলার চান্দিনা থানার লোনা গ্রামের আবদুল কাদের (৬৭)। তার পাসপোর্ট নম্বর বিডব্লিউ-০৪৮৬৫৩৪। তিনি বেসরকারি এজেন্সি এমএস সামাদ ওভারসিজ সার্ভিসের মাধ্যমে জুলাই মাসের ১৩ তারিখে সৌদি এয়ারলাইন্সের (এসবি-৩৮০১) ফ্লাইটে সৌদি আরব যান। মক্কায় অবস্থানরত অবস্থায় ৪ আগস্ট তিনি মারা যান।

মারা যাওয়া অপর হজযাত্রী হলেন- নরসিংদীর রায়পুরার পাটলি গ্রামের সাজুল ইসলাম (৬৮)। তার পাসপোর্ট নম্বর বিএক্স-০৮২৯৬৩৫। তিনি বেসরকারি গ্রিনবাংলা এয়ার ইন্টারন্যাশনাল এজেন্সির মাধ্যমে গত ১২ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-৩২২১) ফ্লাইটে করে সৌদিতে যান।