হজে গিয়ে আমি নিজেই দুর্ভোগের শিকার হয়েছিলাম: ধর্মমন্ত্রী

হজে গিয়ে আমি নিজেই দুর্ভোগের শিকার হয়েছিলাম: ধর্মমন্ত্রী

হজে গিয়ে আমি নিজেই দুর্ভোগের শিকার হয়েছিলাম: ধর্মমন্ত্রী
হজে গিয়ে আমি নিজেই দুর্ভোগের শিকার হয়েছিলাম: ধর্মমন্ত্রী

লোকালয় ডেস্কঃ  নতুন ধর্মমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, ‘হজে গিয়ে আমি নিজেই দুর্ভোগের শিকার হয়েছিলাম। ভুক্তভোগী হিসাবে আমি জানি সেখানে কী করতে হবে। আল্লাহর রহমতে হজে আর কোনও অনিয়ম হতে দেবো না।’

মঙ্গলবার (৮ জানুয়ারি) সচিবালয়ে দুপুর পৌনে ১টার দিকে পৌঁছানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রণালয়ে পৌঁছানোর পর ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিছুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ধর্মমন্ত্রী বলেন, ‘হজ নিয়ে অতীতে অনেক অভিযোগ উঠেছিল, সেগুলো যেন ভবিষ্যতে আর না উঠে সেসব ব্যবস্থা আমি ভবিষ্যতে নিশ্চিত করবো। সুন্দরভাবে যেন মানুষ হজ পালন করতে পারেন বিষয়টি আমি নিশ্চিত করবো। সবার কাছে গ্রহণযোগ্য ও নিষ্কণ্টক হজ উপহার দেবো।’

তিনি বলেন, ‘ধর্মনিরপেক্ষতা শব্দটির অনেকেই অপব্যাখ্যা করে। ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে সব ধর্মই সমান। সবাই সবার ধর্ম পালন করবে।’

ধর্ম মন্ত্রণালয়ের যেসব উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে সেগুলো অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com