সড়ক তো নয়, যেন মৃত্যুকূপ!

সড়ক তো নয়, যেন মৃত্যুকূপ!

সড়ক তো নয়, যেন মৃত্যুকূপ!
সড়ক তো নয়, যেন মৃত্যুকূপ!

এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকেঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আসামপাড়ার ইছালিয়া ছড়ার ব্রীজ সংলগ্ন সড়কটি ভেঙ্গে মৃত্যুকূপে পরিনত হয়েছে। দীর্ঘদিন ধরে ব্রীজ সংলগ্ন সড়কটির বেহাল অবস্থার সৃষ্টি হলেও সংস্কার না করায় যান চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এরপরও ব্যস্ততম এই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যান চলাচল করছে, ফলে প্রায়’ই ঘটছে দুর্ঘটনা। জানা যায়, উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে ইছালিয়া ছড়ার ব্রীজ সংলগ্ন সড়কটি অন্যতম। কারন স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাঠ-বাজারের ছাত্র/ছাত্রী ও জন সাধারনের আসা-যাওয়ার একমাত্র মাধ্যম এ সড়কটি। এছাড়াও কয়েকটি ইউনিয়নবাসীর যাতায়াতও এ সড়ক দিয়ে। শুধু তাই নয়, বাল্লা সীমান্ত স্থলবন্দরের মালামালও এ সড়ক পথে যাতায়াত করে। ব্যস্ততম এই সড়ক পথ দিয়ে প্রতিদিন চলাচল করছে বিভিন্ন প্রকারের শত-শত যানবাহন। কিন্তু স্থানীয়রা বলছেন, বালু মহালের বালু লোডের ফলে সড়কটির এক সাইট ভেঙ্গে যাওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। দীর্ঘদিন ধরে সড়কটির এ অবস্থার সৃষ্টি হলেও কোন ধরনের পদক্ষেপ না নেওয়ায়, এই সড়ক দিয়ে চলাচলকারী মানুষেরা ক্ষুদ্ধ হয়ে উঠেছে। জন-দুর্ভোগ লাঘবে কোন ধরনের উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসী ও জনসাধারনও ক্ষোভ প্রকাশ করেন। সরেজমিনে দেখা গেছে, ইছালিয়া ছড়ার ব্রীজ সংলগ্ন সড়কটি ভেঙ্গে মৃত্যুকূপে পরিনত হয়েছে। যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশংকা করা হচ্ছে। স্থানীয়রা আরো জানান, বালু মহালের অতিরিক্ত মালামাল গাড়ীতে লোড করে যাতায়াতের ফলে এ সড়কটি ভেঙ্গে পড়ে। এখনো পর্যন্ত সড়কটি সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com