লোকালয় ২৪

সড়কে বিরল আলিঙ্গনে দুই গুই সাপ

সড়কে বিরল আলিঙ্গনে দুই গুই সাপ

শরীয়তপুর প্রতিনিধি : বৃষ্টি ভেজা দিনে ঝোঁপঝাড় ঘেরা রাস্তার পাশে ঘটেছে এক আজব ঘটনা। শরীয়তপুর জেলার পালং এলাকায় দুটি গুই সাপ একে অপরকে জড়িয়ে ধরেছে। আর এটি ভিডিও করে রাখে স্থানীয় বাসিন্দা ফওয়াদ হাসান। আর এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

গুই সাপ অতি পরিচিত হলেও বিরল হতে চলা প্রাণী। সরীসৃপ জাতীয় এ প্রাণী অনেকটা কুমিরের মতো হেঁটে বেড়ায়। সাপের চেরা জিভের মতো তাদের জিভ। দেখলে গা শির শির করলেও এই ধরণের গুই সাপ মূলত নিরীহ প্রাণী। তবে প্রাণী বিজ্ঞানীরা জানিয়েছেন এই একই প্রজাতির বৃহত্তম আকারটি মেলে ইন্দোনেশিয়ার কোমোডো দ্বীপে। তারা ভয়ঙ্কর। হিংস্র তাদের আচরণ। কিন্তু বাংলাদেশের শরিয়তপুরে যে দুটি গুই সাপকে কোলাকুলি করতে দেখা গিয়েছে তা নিরীহ প্রকৃতির।

প্রকাশ্যেই দুটি প্রাণীর এমন আচরণে ছড়িয়েছে চাঞ্চল্য। সেই মুহূর্তের ঘটনা ক্যামেরায় ধরে রেখে ফওয়াদ হাসান লিখেছেন, ‘ঈদ আনন্দে ওরা কেন পিছিয়ে থাকবে। গুই সাপ এর ঈদ কোলাকুলি। কিছুক্ষণ আগে আমার দোকানের সামনে এই দৃশ্যটি ধারণ করেছিলাম সবাইকে ঈদ মোবারক।’