লোকালয় ২৪

স্বেচ্ছাসেবক লীগ নেতা মনু হাজী হত্যা, পাঁচজনের ফাঁসি বহাল

লোকালয় নিউজ : রাজধানীর মিরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির উদ্দিন মনু ওরফে মনু হাজী হত্যা মামলায় শাহাদাতসহ পাঁচজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দণ্ডাদেশ বহাল রাখেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন-মিরপুর এলাকার শাহাদাত, মো. মাসুদুর রহমান তোতা ওরফে তোতলা মাসুদ, মো. মিন্টু, লিটন হোসেন লোটাস ওরফে নূরুজ্জামান ও মো. নোমান ইবনে বাশার ওরফে বাবু।

রায়ে ফাঁসির সাজা কমিয়ে মাসুদুর রহমান সোহেল ও মো. হাসান সারওয়ার জিকুকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

আদালত থেকে বেরিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ বিষয়টি সাংবাদিকদের জানান।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৫ সালের ৩০ মার্চ মিরপুরের ১২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মনির উদ্দিন মনু ওরফে মনু হাজীকে হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলায় শাহাদাতসহ সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ বি এম নিজামুল হক এ রায় দিয়েছিলেন।