দিনাজপুর: দিনাজপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর ওপর অভিমান করে সুরাইয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
রোববার (৫ মে) বেলা সাড়ে ১২টার দিকে দিনাজপুর সদর উপজেলার মহতুল্লাপুর দিঘিপাড়ার শ্বশুর বাড়িতে নিজ ঘরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। চার সন্তানের জননী নিহত সুরাইয়া ওই এলাকার আমিনুর রহমানের স্ত্রী।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান হয়েছে।
পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, বেশ কিছুদিন ধরে সুরাইয়ার সঙ্গে তার স্বামী আমিনুরের পারিবারিক কলহ চলে আসছিল। সকাল থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বাদানুবাদ হয়। এসময় স্বামীর ওপর অভিমান করে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ সুরাইয়া।
এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
Leave a Reply