লোকালয় ২৪

স্পেনকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে রাশিয়া

স্পেনকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে রাশিয়া

খেলাধুলা ডেস্কঃ ২০০২ সালের পর বিশ্বকাপের আর কোনো চ্যাম্পিয়ন টিকে থাকল না এবারের আসরে। ইতালি চূড়ান্ত পর্বেই আসতে পারেনি। গতবারের চ্যাম্পিয়ন জার্মানি বিদায় নিয়েছে গ্রুপ পর্বে। এবার দ্বিতীয় পর্ব থেকে বিদায় নিল ২০১০-এর চ্যাম্পিয়ন স্পেন। আজ মস্কোতে স্বাগতিক রাশিয়া পেনাল্টি শুট আউটে বিদায় করে দিয়েছে স্পেনকে।

নির্ধারিত সময়ে ১-১ ড্র ছিল খেলা। আত্মঘাতী গোলে ১২ মিনিটে এগিয়ে যায় স্পেন। কিন্তু ৪১ মিনিটে পেনাল্টিতে সমতায় ফেরে রাশিয়া। তখনো বোঝা যায়নি, পেনাল্টিই নির্ধারণ করবে এই ম্যাচের ভাগ্য। এরপর আর ৯০ মিনিটে গোল হয়নি। গোল হয়নি অতিরিক্ত ৩০ মিনিটেও। পেনাল্টি শুট আউটে স্পেনের দুই খেলোয়াড় গোল করতে ব্যর্থ হন। কোকে ও ইয়াগো আসপাসের শট ঠেকিয়ে দেন আকিনফিয়েভ। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে শেষ আটে চলে যায় রাশিয়া। তাদের শেষ শটটা আর নেওয়ার দরকারই পড়েছি।

স্বাগতিকেরা টিকে থাকল বলে বিশ্বকাপ এখনো জমজমাট হবে। কিন্তু স্পেনের মতো দলের বিদায়! বিশ্বকাপ আরও একটু রং তো হারাবেই। বিশ্বকাপের প্রথাগত চার ফেবারিটের দুই দল বাড়ির পথ ধরেছে। ব্রাজিল এখনো ভালোমতোই আছে। আশা আরও উজ্জ্বল করেছে ফ্রান্স।