লোকালয় ২৪

স্ত্রীকে ‘খুশি করতে’ একে একে ৩৫টি মোটর সাইকেল চুরি

স্ত্রীকে ‘খুশি করতে’ একে একে ৩৫টি মোটর সাইকেল চুরি

চিত্র-বিচিত্র ডেস্ক- সদ্য বিয়ে করেছেন সুশান্ত মুণ্ড, বিয়ের পর স্ত্রীকে একটা বিলাসবহুল গাড়ি কিনে দেওয়ার শখ হয় ২১ বছর বছর বয়সের এই যুবকের, কিন্তু তার মনের ইচ্ছা পূরণ করার মত অর্থনৈতিক অবস্থা ছিলনা।

কি করে এই অর্থ জোগাড় করবেন সেটি ভাবতে ভাবতে এক পর্যায়ে তিনি নেমে পড়েন চুরির রাস্তায়। আর বিভিন্ন এলাকা থেকে একে একে চুরি করলেন ৩৫টি মোটরসাইকেল।

সম্প্রতি ভারতের মুম্বাই শহরে ঘটে যাওয়া অভিনব এই চুরির খবর প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল।

প্রতিবেদনে বলা হয়, সুশান্ত তার বউকে গাড়ি কিনে দেয়ার শখে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে বাইক চুরি করা শুরু করেন। তার সহযোগি হিসেবে ছিলো গণেশ এবং এক নাবালক। আর প্রতিদিনেই পুলিশের খাতায় জমা হতো বাইক চুরির অভিযোগ।

অভিযোগের ভিত্তিতে মহারাষ্ট্র পুলিশের স্পেশ্যাল টিম তদন্ত শুরু করে। এতে করে ধরা পড়ে দুই বন্ধু সুশান্ত, গণেশ এবং নাবালক।

পুলিশ জানায়, প্রথমে নাবালকের কাছ থেকে উদ্ধার করা হয় ২০টি বাইক। তারপর গণেশের কাছ থেকে উদ্ধার করে আরো ১৫টি বাইক।

পুলিশ আরো জানায়, পুণের একটি বেসরকারি কোম্পানিতে একসঙ্গে চাকরি করতো সুশান্ত ও গণেশ। তখনেই বিয়ে করেন সুশান্ত। আর বিয়ের পরেই স্ত্রীকে নতুন গাড়ি কিনে দেয়ার শখ করেন সুশান্ত। এমনকী গাড়ি কেনার আগেই ভেবে ফেলেছিলেন কী কী করবেন। রোজ বউকে গাড়ি করে অফিসে দিয়ে আসবেন, উইকএন্ডে যাবেন লং ড্রাইভে। এসবই নাকি প্ল্যান করে ফেলেছিলেন সুশান্ত।