লোকালয় ২৪

স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা চলতি বছরেই

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিতে গত ফেব্রুয়ারিতে পঞ্চম ধাপে ৬০টি স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে স্পেসএক্স। এ নিয়ে স্টারলিংক স্যাটেলাইটের সংখ্যা দাড়িয়েছে ৪২০টিতে। সেগুলো থেকে চলতি বছরেই ইন্টারনেট সার্ভিস শুরু করবে প্রতিষ্ঠানটি।

মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যেই ব্রডব্যান্ডের মাধ্যমে ইন্টারনেটের পাবলিক বেটা সার্ভিস চালু হবে।

কোন দেশগুলোতে স্টারলিংক তাদের সেবা দেবে তা এখনো স্পষ্ট করে বলেনি প্রতিষ্ঠানটি। তবে মাস্ক গত বছর জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের যেসব অঞ্চলে ইন্টারনেট ব্যবস্থা দুর্লভ এবং দুর্বল সেসব অঞ্চলের গ্রাহকরা প্রথমে এটির ব্যবহার করতে পারবেন।

শুধুমাত্র উত্তর আমেরিকায় সাধারণ মানের ব্রডব্যান্ড পৌঁছে দিতে অন্তত ৪০০ স্টারলিংক স্যাটেলাইট প্রয়োজন। আর একটু মানসম্মত সেবা দিতে আরো দ্বিগুণ স্যাটেলাইট দরকার। তবে প্রতিষ্ঠানটির পরিকল্পনা হচ্ছে, ২০২১ সাল নাগাদ তারা বিশ্বব্যাপী ইন্টারনেট সেবা দেবে। তাই ১২ হাজার স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে স্থাপন করবে বলে জানিয়েছে।