সংবাদ শিরোনাম :
স্কুল-ক‌লে‌জে গাইড বই ব্যবহার বন্ধ করুন : শিক্ষামন্ত্রী

স্কুল-ক‌লে‌জে গাইড বই ব্যবহার বন্ধ করুন : শিক্ষামন্ত্রী

স্কুল-ক‌লে‌জে গাইড বই ব্যবহার বন্ধ করুন : শিক্ষামন্ত্রী
স্কুল-ক‌লে‌জে গাইড বই ব্যবহার বন্ধ করুন : শিক্ষামন্ত্রী

শরীয়তপুর প্রতিনিধি: স্কুল ক‌লেজ ও সকল শিক্ষা প‌্রতিষ্ঠা‌নে গাইড বই ব্যবহার বন্ধ কর‌তে হ‌বে, ‌কোন শিক্ষক এর সা‌থে জ‌ড়িত থাক‌লে ব্যবস্থা নেয়া হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ‌শিক্ষা মন্ত্রী দীপু ম‌নি এম‌পি।

শুক্রবার (১৫ মার্চ) শরীয়তপুর সরকা‌রি ক‌লে‌জের ৪০ বছর পূ‌তি অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এ কথা ব‌লেন।

মন্ত্রী অা‌রো ব‌লেন, ‌শিক্ষকরা ছাত্র‌দের কো‌চিং করা‌তে পার‌বেন না, য‌দি করার তাহ‌লে টাকা নি‌তে পার‌বেন না। এছাড়া যে সব শিক্ষকরা শিক্ষার্থী‌দের গাইড বই ও কো‌চিং কর‌তে বাধ্য করেন তা‌দেরকে সতর্ক থাকার জন্য নি‌র্দেশ দেন মন্ত্রী।

না‌রিরা এ‌গি‌য়ে গে‌লে দেশ এ‌গি‌য়ে যা‌বে উ‌ল্লেখ ক‌রে দীপু ম‌নি ব‌লেন, এ‌দে‌শে যারা গনতন্ত্রের শত্রু তা‌দের‌কে প্র‌ত‌িহৃত করুন।

শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভায় উদ্বোধক ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, কেন্দ্রীয় আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা অপু উকিল, জেলা প্রশাসক কাজী আবু তাহের, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদারসহ প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com