সংবাদ শিরোনাম :
সৌরভের আমন্ত্রণে খেলা দেখতে কলকাতা যাচ্ছেন প্রধানমন্ত্রী

সৌরভের আমন্ত্রণে খেলা দেখতে কলকাতা যাচ্ছেন প্রধানমন্ত্রী

সৌরভের আমন্ত্রণে খেলা দেখতে কলকাতা যাচ্ছেন প্রধানমন্ত্রী
সৌরভের আমন্ত্রণে খেলা দেখতে কলকাতা যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত-বাংলাদেশ টেস্টের প্রথম দিন আগামী ২২ নভেম্বর খেলা শুরুর সময় কলকাতার ইডেন গার্ডেনে উপস্থিত থাকবেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি গতকাল সোমবার এ কথা জানিয়েছেন। সৌরভ জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও মাঠে থাকতে পারেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌরভের আমন্ত্রণ গ্রহণ করলেও ম্যাচটি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ১১ দফা দাবি পেশ করে ধর্মঘটের ডাক দিয়েছেন সাকিব আল হাসানরা। এই দাবি মেনে না নিলে ক্রিকেট সংক্রান্ত কোনো কার্যক্রমে তারা সম্পৃক্ত হবেন না।

এই খবর শুনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৌরভ বলেন, ‘এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার।’ ‘আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি আসবেন বলে নিশ্চিত করেছেন। অনেক বড় পরিসরে আমরা এটি করবো।’

এই প্রথম ভারতের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২২ নভেম্বর ইডেনে হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি। প্রথমটি ১৪ তারিখ। এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে রাজীব গান্ধী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে একটি টেস্ট খেলে বাংলাদেশ।

গত সপ্তাহে ভারতীয় বাংলা পত্রিকা দৈনিক আনন্দবাজার জানায়, নতুন বোর্ড প্রেসিডেন্ট উৎসবের আমেজে রাঙিয়ে তুলতে চান স্মরণীয় মুহূর্ত। তাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com