সৌদি আরব থেকে ফেরত আসলেন ১৪৪ পুরুষ শ্রমিক

সৌদি আরব থেকে ফেরত আসলেন ১৪৪ পুরুষ শ্রমিক

সৌদি আরব থেকে ফেরত আসলেন ১৪৪ পুরুষ শ্রমিক
সৌদি আরব থেকে ফেরত আসলেন ১৪৪ পুরুষ শ্রমিক

লোকালয় ডেস্কঃ সৌদি আরব থেকে এবার দেশে ফিরলেন ১৪৪ জন পুরুষ শ্রমিক। বুধবার (৩ অক্টোবর) দুপুর দুটায় সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৬ নম্বর ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক বিষয়টি নিশ্চিত করেছে।  তবে ফিরে আসা শ্রমিকরা বলছেন,  বুধবার তারা অন্তত ৩০০ জন সেখান থেকে ফেরত এসেছেন।  ফিরে এই শ্রমিকদের অভিযোগ, সৌদি সরকার ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে।

সৌদি আরব থেকে ফেরত আসা মাহমুদ বুধবার দুপুরে বলেন, ‘সৌদি সরকার যাকে পাচ্ছে, ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে। কাগজপত্র ঠিক থাকা সত্বেও জেলে দিয়ে দেওয়া হচ্ছে। আজকের (বুধবার) ফ্লাইটে অন্তত ৩০০ জন দেশে ফিরে এসেছে। কালকে আরও আসবে। ’

এদিকে, বিমানবন্দরে দায়িত্বরত  জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) জনশক্তি জরিপ কর্মকর্তা মাহবুবুর রহমান আনসারী বলেন, ‘সৌদি আরব থেকে ১৪৪ জন পুরুষ শ্রমিক ফিরেছেন। তারা অভিযোগ করেছে, কাগজপত্র ঠিক থাকলেও ধরে ধরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি, জেলা জনশক্তি অফিসের মাধ্যমে মন্ত্রণালয়ে অভিযোগ দিতে। এতে করে ক্ষতিপূরণ আদায়ে তারা সহযোগিতা পাবেন। ’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com