সংবাদ শিরোনাম :
সৌদি আরবের সাথে সম্পর্ক নষ্ট করবেন না ট্রাম্প

সৌদি আরবের সাথে সম্পর্ক নষ্ট করবেন না ট্রাম্প

সৌদি আরবের সাথে সম্পর্ক নষ্ট করবেন না ট্রাম্প
সৌদি আরবের সাথে সম্পর্ক নষ্ট করবেন না ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি আরবের সম্পৃক্ততা ও আন্তর্জাতিক চাপ অব্যাহত থাকলেও দেশটির সাথে গভীর সম্পর্ক বজায় রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২০ নভেম্বর) হোয়াইট হাউজের এক বিবৃতিতে একথা বলা হয় বলে জানায় সংবাদমাধ্যম বিবিসি।

ট্রাম্প তার বিবৃতিতে স্বীকার করে নেন, খাশোগি হত্যায় সৌদি যুবরাজ সালমান অবগত হয়ে থাকতে পারেন। তবে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সৌদি আরবের সাথে বলে তিনি জানান। সৌদির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে মার্কিন আইন প্রণেতাদের চাপ প্রয়োগের প্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প এমন মন্তব্য করলেন।

সৌদি আরবকে ‘একনিষ্ঠ সহযোগী’ উল্লেখ করে ট্রাম্প বলেন, দেশটি যুক্তরাষ্ট্রে অকল্পনীয় অংকের বিনিয়োগে সম্মত হয়েছে।

এর আগে রবিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, খাশোগির হত্যাকাণ্ডের যে অডিও টেপ তুরস্ক পাঠিয়েছে তা তিনি শুনবেন না। এসময় তিনি ওই অডিওকে ‘একটি পীড়াদায়ক টেপ’ হিসেবে বর্ণনা করেন।

উল্লেখ্য, ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগি। তাকে ওইদিনই হত্যা করেছে- শুরু থেকে এমন দাবি করতে থাকে তুরস্ক। তবে কয়েক দফা অস্বীকার করার পর ওই হত্যাকাণ্ডের কথা মেনে নেয় সৌদি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com