লোকালয় ২৪

সোমালিয়ায় হোটেলে আত্মঘাতী হামলায় নিহত ১৩

সোমালিয়ায় হোটেলে আত্মঘাতী হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হোটেল মাকা আল-মুকারামা হোটেলে এ হামলার ঘটনা ঘটেছে।

হামলাকারী আল-শাবাবের  যোদ্ধারা হোটেলের পাশের একটি ভবন দখল করে রেখেছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত সেখানে  সেনাবাহিনীর সঙ্গে আল-শাবাবের যোদ্ধাদের সঙ্গে গুলি বিনিময় চলছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পুলিশ কর্মকর্তা মেজর মোহাম্মদ হুসেইন রয়টার্সকে বলেছেন, ‘নিরাপত্তা বাহিনী হোটেল ও পাশের ভবনগুলো থেকে অর্ধশত বেসামরিক নাগরিককে উদ্ধার করেছে। সন্ত্রাসীরা এখনো ভবনের ভেতরে অবস্থান করছে এবং গুলি বিনিময় অব্যাহত আছে। আমরা ১৩ জন নিহতের খবর নিশ্চিত করছি এবং অসংখ্য লোক আহত হয়েছে।’

তিনি বলেন, ‘নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। বিস্ফোরণের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও অন্ধকারের কারণে গত রাতে নিরাপত্তা বাহিনীর পক্ষে ভবনের ভেতরে প্রবেশ করা কঠিন ছিল। এখন দিনের আলো থাকায় আমরা ধারণা করছি কয়েক ঘন্টার মধ্যে অভিযান শেষ হবে।’

তবে আল-শাবাবের মুখপাত্র জানিয়েছেন, হোটেলের নিয়ন্ত্রণ এখনো তাদের হাতে।