ক্রাইম ডেস্কঃ নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ৬২ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে র্যাব। শনিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা শহরের পশ্চিম পাটোয়ারী পাড়া মহল্লা থেকে তাদের আটক করে জেলার র্যাব-১৩। র্যাব-১৩ ও সিপিসি-২ এর মেজর এটিএম নাজমুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক দুজন হলো— উপজেলা শহরের পশ্চিম পাটোয়ারী পাড়া মহল্লার মোজাম্মেল হকের ছেলে মোন্নাত আলী (২৪) ও একই এলাকার এব্রাউল হোসেন পাটোয়ারীর (ডাকাত) ছেলে সাইদ (১৮)।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সিপিসি-২ মেজর এটিএম নাজমুল হুদার নেতৃত্বে এব্রাউল ডাকাতের বাড়ির গোয়াল ঘর থেকে ওই গাঁজা উদ্ধার করেন একদল র্যাব সদস্য। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে এব্রাউল ডাকাত পালিয়ে যায়। তবে তার ছেলে সাইদ ও একই এলাকার মোন্নাত আলী নামে দুজনকে আটক করা হয়। উদ্ধার গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২৪ হাজার টাকা।
র্যাব কর্মকর্তা এটিএম নাজমুল হুদা বলেন, ‘গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।’