লোকালয় ২৪

সৌদি বিমান হামলায় পাঁচ শিশুর মৃত্যু

দারিদ্র পীড়িত ইয়েমেনের সা’দা প্রদেশে সৌদি বিমান হামলায় পাঁচ শিশুসহ অন্তত সাত বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত পাঁচজন। ইয়েমেনের আল-মাসিরা টিভি চ্যানেল সোমবার এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ আহতদের অবস্থা সংকটাপন্ন এবং উদ্ধার অভিযান এখনও শেষ হয়নি। এছাড়া সৌদি জঙ্গিবিমানগুলো সা’দার অদূরে মাহদাহ এলাকায় অন্তত সাত দফা হামলা চালিয়েছে। সেখানে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা স্পষ্ট নয়। রাজধানী সানার টিভি ভবনেও হামলা হয়েছে। এর ফলে ভবনের পাশাপাশি টিভি সরঞ্জামের ব্যাপক ক্ষতি হয়েছে। গত ডিসেম্বরেও ওই ভবনে হামলা চালিয়েছিল সৌদি আরব। ওই হামলায় অন্তত চারজন নিহত হয়।

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা চালিয়ে আসছে সৌদি আরব। এর ফলে এ পর্যন্ত ১৩ হাজার ছয়শ’রও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অনেকে। এছাড়া সৌদি নেতৃত্বাধীন হামলায় স্কুল, কলেজ ও শিল্প কারখানাসহ মৌলিক অবকাঠামোর অপূরণীয় ক্ষতি হয়েছে।