লোকালয় ২৪

সেলুনে চুল কাটাতে গিয়ে ৬ জন করোনায় আক্রান্ত

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  লকডাউনের মধ্যেই ছয় ব্যক্তি গিয়েছিলেন সেলুনে। আর সেখানে চুল কেটে ও শেভ করে বিপদ ডেকে এনেছেন তারা। পরীক্ষায় ছয়জনেরই করোনাভাইরাস পজেটিভে এসেছে।

ভারতের মধ্যপ্রদেশের খারগো জেলার বারগাঁও গ্রামে এই ঘটনা ঘটেছে। সেলুনে গিয়ে ছয়জনের করোনায় আক্রান্ত হওয়ার ঘটনায় পুরো গ্রাম সিল করে দিয়েছে পুলিশ। খবর এনডিটিভি

জানা গেছে, এর আগে সেই সেলুনে এক হোটেলকর্মী চলুন কাটতে গিয়েছিলেন। তার করোনার রিপোর্ট পজেটিভ এসেছে। তারপরই সেলুনে যান গ্রামের আরো কয়েকজন। নাপিত খদ্দেরদের চুল-শেভ করতে একই কাপড় ব্যবহার করেছিলেন।

খারগোনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিব্যেশ বর্মা জানান, একই দিন একই সেলুনে গিয়েছিলেন, এমন আরো ১২ জনকে চিহ্নিত করে করোনা পরীক্ষা করা হয়। এই পরীক্ষায় ছয়জনের করোনা ধরা পড়ে।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ছুঁইছুঁই। মৃত্যু হয়েছে প্রায় ৭৭৯ জনের। এর মধ্যে খারগোন জেলার ওই গ্রামটিতে এখন পর্যন্ত ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছে ৬ জন।