লোকালয় ২৪

সেন্সর বোর্ডে ‘নিষিদ্ধ’ হওয়ার পর যা বললেন ফারুকী

সেন্সর বোর্ডে ‘নিষিদ্ধ’ হওয়ার পর যা বললেন ফারুকী

বিনোদন ডেস্ক- সেন্সর বোর্ডে শেষ মুহূর্তে এসে আটকে গিয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘শনিবার বিকেল’। গেল সপ্তাহে সেন্সরবোর্ডে ছবিটির প্রথম স্ক্রিনিংয়ের পর গ্রিন সিগন্যালের আভাস পেলেও চলতি সপ্তাহে দ্বিতীয় স্ক্রিনিংয়ের পর ‘শনিবার বিকেল’ এর সেন্সর স্থগিত করা হয়। শুধু তাই নয়, বাংলাদেশে ‘ব্যান’ হল ছবিটি।

শেষ মুহূর্তে ছবিটির ছাড়পত্র আটকে দেওয়া কারণ, প্রচলিত রয়েছে যে ছবিটি নির্মিত হয়েছে ২০১৬ সালে ঢাকার হলি আর্টিজানে ঘটা নির্মম সন্ত্রাসী হামলার ছায়া ধরে! বিষয়টি ফারুকী সরাসরি স্বীকার না করলেও, দেশি ও বিদেশি গণমাধ্যমে এমনটাই প্রকাশ পেয়ে আসছে এক বছর ধরে।

তবে শুধু এই কারণে, নাকি আরও কিছু কারণ রয়েছে, সে বিষয়ে স্পষ্ট হওয়া যায়নি এখনও। তবে সূত্র জানায়, ছবি প্রদর্শনী শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়, ‘শনিবার বিকেল’ মুক্তি পেলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। সেজন্য সেন্সর ছাড়পত্র স্থগিত করা সহ ছবিটি ‘ব্যান’ করার সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে সেন্সর বোর্ডের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মোস্তফা সরয়ার ফারুকী গণমাধ্যমকে বলেন, আমি এখনো পর্যন্ত সেন্সর বোর্ডের কোন সিদ্ধান্ত জানি না। আগে চিঠি আসুক। দেখি তাতে কি লেখা থাকে। চিঠি পাওয়ার আগ পর্যন্ত আমরা কিছুই ভাবছি না। কারণ তারা প্রথমবার ছবিটি দেখে আমাকে ফোন করে প্রশংসা করেছিল।’

এরপর ফারুকী প্রশ্ন রাখেন, ‘দুদিন আগের প্রশংসিত হওয়া ছবি দুদিন পর কিভাবে নিষিদ্ধ হয়? সেটা কিভাবে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করে! এটা অবিশ্বাস্য ব্যাপার। এটা সত্যিই এক অদ্ভুত সময়। তবে আমরা নিয়মমাফিক আগাবো। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।’

‘এখানে কোন খেলা হচ্ছে’ বলে সংশয়ও প্রকাশ করেন ‘টেলিভিশন’ খ্যাত এই পরিচালক।

ফারুকীর বক্তব্যের প্রেক্ষিতে সেন্সর বোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘প্রশংসা করা হয়নি। সে [ফারুকী] ভালো সিনেমা বানিয়েছে এটা নিয়ে কোন সন্দেহ নেই। ভালো সিনেমা মানে এর নির্মাণ ভালো সেটা বলা হয়েছিল।’

নওশাদ বলেন, ‘সেন্সর বোর্ড সচিব প্রথমবার ছবিটি দেখে একটা নোট দিয়েছিলেন। তথ্য মন্ত্রনালয়ের সচিব না দেখা পর্যন্ত ছবিটি পাশ না করাতে বলেছিলেন তিনি। পরে গত মঙ্গলবারে তথ্য সচিব আবদুল মালেক ছবিটি দেখেন। সেসময় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের একজন অতিরিক্ত সচিবও তার সঙ্গে ছিলেন। তখন ছবিটি আটকানোর পক্ষে সবেই মত প্রদান করেন। কারণ বোর্ড মনে করছে, ভুলে যাওয়া একটি বিয়োগান্তক ঘটনা নতুন করে মনে করিয়ে দেওয়াটা ঠিক হবে না। এতে দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে।’

উল্লেখ্য, মোস্তফা সরয়ার ফারুকীর নতুন এ ছবিতে কাজ করছেন ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি। সঙ্গে বরাবরের মতো স্ত্রী নুসরাত ইমরোজ তিশা তো আছেনই। এতে একেবারে ভিন্ন গেটআপে আসছেন অভিনেতা জাহিদ হাসান। থাকছেন নন্দিত নাট্যজন মামুনুর রশীদ, কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়ও।

জানা যায়, ২০১৭ সালের ৩০ ডিসেম্বর থেকে ছবিটির মহড়া শুরু হয়। আর শুটিং শুরু হয় ২০১৮ সালের ৫ জানুয়ারি, ঢাকার কোক স্টুডিওতে।

ছবিটি বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল, আরও আছেন ভারতের শ্যাম সুন্দর দে।