সেঞ্চুরীতে শচীন, কোহলিকেও ছাড়িয়ে গেলেন আমলা

সেঞ্চুরীতে শচীন, কোহলিকেও ছাড়িয়ে গেলেন আমলা

সেঞ্চুরীতে শচীন, কোহলিকেও ছাড়িয়ে গেলেন আমলা
সেঞ্চুরীতে শচীন, কোহলিকেও ছাড়িয়ে গেলেন আমলা

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়েছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। যদিও তার সেঞ্চুরি বৃথা গেছে। পাকিস্তান প্রথম ওয়ানডেতে জয় পেয়েছে ৫ উইকেটে।

তবে আমলা ভেঙে দিয়েছেন বিরাট কোহলির রেকর্ড। কোহলি তার ওয়ানডে ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি করেছিলেন ১৬৯তম ইনিংস। যা ছিল ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম ইনিংস খেলে ২৭টি সেঞ্চুরি করার নজির। সেটা ভেঙে শনিবার রাতে মাত্র ১৬৭ ইনিংসে ২৭তম সেঞ্চুরি হাঁকান আমলা। আর পেছনে ফেলেন কোহলিকে।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ২৭টি সেঞ্চুরি করা পঞ্চম ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার এই উদ্বোধনী ব্যাটসম্যান। ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি করাদের তালিকায় হাশিম আমলার সামনে আছেন শচীন টেন্ডুলকার (৪৯টি), বিরাট কোহলি (৩৯টি), রিকি পন্টিং (৩০টি) ও সনাথ জয়সুরিয়া (২৮টি)।

কম ইনিংস খেলে ২৭টি সেঞ্চুরি করা অন্যান্যরা হলেন :

নাম দেশ ইনিংস সেঞ্চুরি
হাশিম আমলা দ. আফ্রিকা ১৬৭ ২৭টি
বিরাট কোহলি ভারত ১৬৯ ২৭টি
শচীন টেন্ডুলকার ভারত ২৫৪ ২৭টি
রিকি পন্টিং অস্ট্রেলিয়া ৩০৮ ২৭টি
সনাথ জয়সুরিয়া শ্রীলঙ্কা ৪০৪ ২৭টি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com