সেঞ্চুরি হাঁকিয়ে বিদায় নিলেন গেইল

সেঞ্চুরি হাঁকিয়ে বিদায় নিলেন গেইল

সেঞ্চুরি হাঁকিয়ে বিদায় নিলেন গেইল
সেঞ্চুরি হাঁকিয়ে বিদায় নিলেন গেইল

লোকালয় ডেস্কঃ জ্যামাকাইকার হয়ে লিস্ট ‘এ’  ক্রিকেটকে একেবারে বিদায় বলে দিয়েছেন ক্রিস গেইল। আনুষ্ঠানিকতার শেষ ম্যাচে করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। বিদায়ী ম্যাচটাতে তার সেঞ্চুরিতে জয় এসেছে জ্যামাইকারও। বারবাডোসকে হারিয়েছে আঞ্চলিক ৫০ ওভারের ম্যাচে। বিদায়ী এই ম্যাচ খেলেই ঘরোয়া ৫০ ওভার ক্যারিয়ারের ইতি টানলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। জানালেন সেই সেঞ্চুরি নিয়ে তার অনুভূতির কথা।

বিশ্বব্যাপী লিগ খেলায় জাতীয় দলে নিয়মিত খেলা হয় না তার। সম্প্রতি দলে ফিরলেও টি-টোয়েন্টি লিগটাকেই ব্র্যান্ড করেছেন। শেষবারের মতো লিস্ট এ ক্রিকেট খেলার পর তার অনুভূতি, ‘জ্যামাইকার হয়ে শেষ ৫০ ওভারের ম্যাচটায় সেঞ্চুরি করাটা ছিলো আনন্দদায়ক। এমনই এক অনুভূতি যেটা সব সময়ই চেয়েছিলাম।’

শুধু সেঞ্চুরি যথেষ্ট ছিলো না তার শেষ ম্যাচটি রাঙাতে। নিয়মিত অধিনায়ক নিকিতা মিলারের বদলে একদিনের জন্যে ভার সামলাছেন দলের। ফলে সেঞ্চুরির সঙ্গে তার নেতৃত্বে জয় নিয়ে মাঠ ছেড়েছে জ্যামাইকা। ১১৪ বলে করা ১২২ রানের ইনিংস নিয়ে গেইলের কথা, ‘জয় পেতে দলকে এগিয়ে নেওয়াটা ছিলো আরও স্পেশাল কিছু। নিজের দেশকে প্রতিনিধিত্ব করাটা ছিলো আরও তৃপ্তিদায়ক। একইভাবে ওদের নেতৃত্ব দেওয়াটাও। ৩৯ বছরে এখনও এখানে দাঁড়াতে পেরে আমি ধন্য। একই সঙ্গে শেষ ম্যাচে সেঞ্চুরি পেয়ে আমি সত্যি কৃতজ্ঞবোধ করছি।’

সদ্য কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি গেইলকে। চুক্তিবদ্ধ হলেই ঘুরে ফিরে টি-টোয়েন্টি লিগ খেলতে সমস্যা। তাই বলে জাতীয় দলও ছাড়তে রাজি নন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। ক্যারিয়ারের শেষ লগ্নে এসে আগামী বিশ্বকাপেও খেলার ইচ্ছা তার।–ক্রিকইনফো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com