লোকালয় ডেস্কঃ এক যুগ আগে বিএনপি-জামায়াত সরকারের সময় নিয়োগ পাওয়া নির্বাচন কর্মকর্তারা এখনও পক্ষপাতিত্ব করছেন অভিযোগ করে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে ‘অনাস্থা’ জানিয়েছে আওয়ামী লীগ।
সেই সময়ে নিয়োগ পাওয়া নির্বাচন কর্মকর্তাদের কর্মকাণ্ড নজরদারিরও দাবি জানিয়েছে ক্ষমতাসীন দলটি।
আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেছেন, জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনকে ওই কর্মকর্তাদের বিষয়ে ‘সতর্ক’ করেছেন তারা।
প্রধানমন্ত্রীর এ রাজনৈতিক উপদেষ্টা বুধবার বিকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা জানি তাদের। আমরা নির্বাচন কমিশনকে আগাম সতর্ক করছি বারবার। এখনও সতর্ক করছি, ওই যে বিশেষ একটি সময় ২০০১ এর পরে নির্বাচন কমিশনে নিয়োগ দিয়েছে তালিকা করে, প্রায় তিনশর বেশি; হাওয়া ভবন থেকে সরাসরি সেই তালিকা দেওয়া হয়।”
বিএনপির শাসনামলে ২০০৫ সালে বিচারপতি এম এ আজিজ নেতৃত্বাধীন কমিশন ৩২৭ জন নির্বাচন কর্মকর্তা নিয়োগ দিয়েছিল। তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ তখনই ওই নিয়োগ নিয়ে অভিযোগ তুলেছিল।
এই পরিপ্রেক্ষিতে ২০০৭-২০০৮ সালে এটিএম শাসুল হুদার কমিশন পুনরায় পরীক্ষা নিয়ে অধিকাংশ কর্মকর্তাকে পুনর্বহাল করে। বাছাই পরীক্ষায় ৮৫ কর্মকর্তা বাদ পড়লেও মামলা করে চাকরি ফিরে পান তারা।
এ প্রসঙ্গ টেনে এইচটি ইমাম বলেন, “ওই সময় নিয়োগপ্রাপ্তদের নিয়ে অনেক আলোচনা হয়েছে। ড. শামসুল হুদা যখন সিইসি ছিলেন তখন পরীক্ষা নিয়ে তাদের মধ্য থেকে অনেককে বাদও দিয়েছিলেন। তারপরও তাদের মধ্যে অত্যন্ত গোঁড়া ও কট্টর… যারা শিবির করত, স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ডে যারা লিপ্ত ছিল তাদেরকে বাছাই করতে হবে।”
খুলনার রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসির যুগ্মসচিব পর্যায়ের এক কর্মকর্তাকে সেখানে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
আওয়ামী লীগ বলছে, খুলনা সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পাওয়া খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী ২০০৫ সালে নিয়োগ পান।
“এইরকম একজন পক্ষপাতদুষ্ট একেবারে সুস্পষ্টভাবে যার অতীত একেবারেই কালিমালিপ্ত এবং যিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে শুধু সম্পৃক্ত ছিলেন তাই নয়, অত্যন্ত শক্তিশালী দলীয় ক্যাডার হিসেবে কাজ করেছেন। তিনি এখনও ওইরকম ব্যবহার করছেন আচার-আচরণে কথাবার্তায়।”
রিটার্নিং কর্মকর্তার অনেক সিদ্ধান্তই ‘পক্ষপাতদুষ্ট ও আপত্তিকর’ মন্তব্য করে এইচটি ইমাম বলেন, “আমরা আগেই নির্বাচন কমিশনকে অবহিত করেছিলাম। এখন নির্বাচন কমিশন বলেছে তারা ইতিমধ্যেই একজন সিনিয়র অফিসারকে এখান থেকে পাঠানো হয়েছে রিটার্নিং অফিসারকে সহায়তার জন্য।”
সিইসির সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, “উনি (ইউনুচ আলী) ঢাকা বিশ্ববিদ্যালয় মহসীন হলের ছাত্রদলের সভাপতি ছিলেন।”
এইচ টি ইমাম বলেন, “কে কার আত্মীয়, কার জামাই সেটা বড় কথা নয়। এমন যদি হয় যে বাংলাদেশের সংবিধানের ওপর তার আস্থা নেই। এমন যদি হয় তিনি স্বাধীন বাংলাদেশের চেতনার বিরোধী, তাহলে আপনি কী বলবেন। রীতিমত নারী বিদ্বেষী এবং যেসমস্ত কথাবার্তা বলেন এগুলো তো গ্রহণযোগ্য নয়।”
মন্তব্য করতে নারাজ রিটার্নিং কর্মকর্তা
ইসি কর্মকর্তারা জানান, মো. ইউনুচ আলী নওগাঁ-৫ আসনের ক্ষমতাসীন দলের সাংসদ মো. আব্দুল মালেকের মেয়ের জামাই। ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল শাখার ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন ইউনুচ।
বিএনপি-জামায়াতের সঙ্গে সম্পৃক্ততা ও পক্ষপাতের অভিযোগ নিয়ে আওয়ামী লীগের অভিযোগের বিষয়ে জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, “আমি পরে কথা বলব। আমরা একটা মিটিংয়ে আছি।”
তবে রিটার্নিং কর্মকর্তাকে সহায়তায় ইসির যুগ্মসচিবের কাজের পরিধি নিয়ে কথা বলেন ইউনুচ আলী।
“উনি (ইসির যুগ্মসচিব আব্দুল বাতেন) ইভিএম ভোটিং কার্যক্রমের প্রধান সমন্বয়ক হিসাবে রয়েছেন এবং পর্যবেক্ষকদের কাজ তদারকি করবেন। সার্বিকভাবেও খোঁজখবর রাখবেন।”
‘বদল নয়, চাই আইন সম্মত কাজ’
রিটার্নিং অফিসারের কথা তুলে ধরে এইচ টি ইমাম বলেন, “তার অতীত কর্মকাণ্ড সম্পর্কেও আমরা জানি। আমরা চাচ্ছি রিটার্নিং অফিসার যা কিছু করবে সংবিধান সম্মতভাবে, আইন মোতাবেক এবং কোনো রকম পক্ষপাতিত্ব না করে যেন তা করেন। এখন ঠিকমত যেন কাজ করেন সেজন্যই আমাদের আবেদন।”
তিনি বলেন, “অনেক দেরি হয়েছে। তাকে বদলানোর কোনো প্রশ্ন ওঠে না। তাহলে তো নির্বাচন করা যাবে না। আমরা অনাস্থার কথা জানিয়েছি। সবকিছু মিলে তো অনাস্থা হল।”
আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য যা কিছু করেছে, যতগুলো আইন আছে সেসব ‘আওয়ামী লীগের আমলেই’ হয়েছে।
“আমরা চাই নির্বাচন কমিশন তার শক্তি প্রয়োগ করুক, ক্ষমতা প্রয়োগ করুক। নির্বাচন কমিশন আরও শক্তিশালী হোক। আমরা চাই সেগুলোর বাস্তবায়ন হোক।”