লোকালয় ২৪

সৃষ্টির বিস্ময়ঃ সিলেটে চার পাওয়ালা মুরগি, দাম ১৫ হাজার!

মুরগি সাধারণত দুই পা ওয়ালা হয়ে থাকে, এটাই প্রকৃতির স্বাভাবিক নিয়ম। কিন্তু এবার সন্ধান মিলেছে চার পাওয়ালা মুরগির! আজ বুধবার সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় একটি দোকানে মুরগিটি পাওয়া গেছে। এ নিয়ে রীতিমতো তোলপাড় চলছে সাধারণ মানুষের মধ্যে। মুরগিটি দেখতে ভিড় জমে ওই দোকানে।

জানা গেছে, আজ সকালে সিলেট মদিনা মার্কেট এলাকায় ‘পাখি হাউজ’ দোকানে চার পা ওয়ালা মুরগিটি পাওয়া যায়। দোকানের মালিক নজরুল ইসলাম এপলু জানান, প্রতিদিনের মতো বিক্রির জন্য ব্রয়লার মুরগি আসে তার দোকানে। অন্যান্য মুরগির সাথে চার পায়ের মুরগিটি দেখতে পেয়ে আলাদা করে রাখেন তিনি। দোকানে মুরগি কিনতে আসা লোকজন চার পায়ের মুরগিটি দেখে অবাক হন। তাদের মাধ্যমে এলাকায় এ বিষয়টি ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ মুরগিটি দেখতে ভিড় করেন।

এপলু বলেন, মুরগিটি আমি বিক্রি করছি না। যদিও এটির দাম এখনো পর্যন্ত ১৫ হাজার টাকা উঠেছে, তবু এটি আপাতত বিক্রি না করে রেখে দিয়েছি। মুরগি দেখতে আসা বৃদ্ধ জামিল হোসেন বলেন, জীবনে এই প্রথম বারের মতো চার পায়ের মুরগি দেখলাম। সবই আল্লাহর কুদরত। আরেক ব্যক্তি আজাদ আলী বলেন, আল্লাহর হুকুমে কী না হয়, তারই প্রমাণ এই চার পায়ের মুরগি। এদিকে, সাধারণ মানুষ দাবি, মুরগিটি জবাই করে দোকানেই শিরণি করে বিতরণ করা হোক।