সুস্বাদু খাবার রান্না করতে না পারায় স্ত্রীকে তালাক

সুস্বাদু খাবার রান্না করতে না পারায় স্ত্রীকে তালাক

সুস্বাদু খাবার রান্না করতে না পারায় স্ত্রীকে তালাক
সুস্বাদু খাবার রান্না করতে না পারায় স্ত্রীকে তালাক

আন্তর্জাতিক ডেস্কঃ ‘সুস্বাদু’ খাবার রান্না করতে না পারায় স্ত্রীর নামে ভারতের এক আদালতে তালাকনামা জারি করেছেন এক ব্যক্তি। তবে শুক্রবার পেশ করা তালাকনামাটি বাতিল করে মুম্বাই উচ্চ আদালত। পারিবারিক আদালতে বিচারপতি কে কে তাড ও সারাং কোতওয়ালের উপস্থিতিতে একটি বেঞ্চ ওই তালাকনামাটি বাতিল করে।  উপস্থাপিত অভিযোগে কোনো নির্মমতার বিষয় নেই বলেও বেঞ্চ থেকে জানানো হয়।

এদিকে তদন্তে জানা যায়, তালাক চাওয়া ব্যক্তির স্ত্রী একজন কর্মী।  ওই নারীর উপার্জিত অর্থ দিয়েই ঘরের দরকারি সব কিছুই কেনা হতো।  এ ছাড়া শ্বশুর-শাশুড়ির দেখাশোনাসহ সব কাজই করতেন তিনি। কিন্তু আবেদনকারী তালাকনামায় বলেছেন, তার স্ত্রী সুস্বাদু খাবার রান্না করতে পারেন না।  সংসারের প্রতি দায়িত্ববানও নয় সে। তিনি আরও অভিযোগ করেন, স্ত্রী তার কর্মক্ষেত্র থেকে সন্ধ্যা ৬টায় বাড়ি ফিরেই ঘুমিয়ে পড়তেন।  ঘুম থেকে উঠে রাতের খাবার তৈরি করতেন সাড়ে ৮টায়।  তাও যা রান্না করতেন তা মোটেও খাবারের যোগ্য ছিলো না।  এমনকি এতোই সামান্য রান্না করেন যে সবার ঠিকমতো খাওয়া হয় না। ছেলের ওই তালাকানামায় সাক্ষী হিসেবে স্বাক্ষর করেছেন তার বাবা।  তিনি অভিযোগ করেন, সকালে ঘুম থেকে ওঠার জন্য বউকে ডাকা হলে খুব লাঞ্ছনার শিকার হতে হতো। স্বামীর করা প্রতিটি অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নারী।  তিনি জানান, স্বামীর পরিবারের সবার জন্যই তিনি যথেষ্ট খাদ্য তৈরি করে কাজে যেতেন।  তারপরও তার সঙ্গে শ্বশুর বাড়ির সবাই খুব বাজে আচরণ করতো। ওই নারী তার পক্ষে সাক্ষী হিসেবে প্রতিবেশীসহ আত্মীয়দের উপস্থিত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com