লোকালয় ২৪

সুরমা চা বাগান থেকে টোকেনের মাধ্যমে পাচার হচ্ছে বালু!

সুরমা চা বাগান থেকে টোকেনের মাধ্যমে পাচার হচ্ছে বালু!

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: রক্ষক রয়েছে ভক্ষকের ভূমিকায়। এশিয়ার বৃহত্তম হবিগঞ্জের মাধবপুরের সুরমা চা বাগানের ভিতর থেকে অবাধে পাচার হচ্ছে বালু। দীর্ঘদিন যাবৎ বাগান ব্যবস্থাপক তাদের স্বাক্ষরীত টোকেনের মাধ্যমে ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক দিয়ে ট্রাক্টর যোগে বালু পাচার করে আসছে বলে স্থানীয় জনগনসহ বালু মহাল ইজারাদারদে অভিযোগ।

বাগান শ্রমিকদের নাম করে প্রতিনিয়ত চা বাগানের ভেতর থেকে সুরমা চা বাগানের ব্যবস্থাপকের হাতের লেখা টোকেনে বালু পাচার হচ্ছে। প্রশাসনের চোখ ফাঁকি দিতে প্রতিদিন ভোরে ও রাতের বেলায় চলে এই বালু পাচার কার্যক্রম।

মাধবপুর উপজেলার সুরমা চা বাগান সংলগ্ন রসুলপুর শাহজাহানপুর বালু মহালের ইজারাদারের অভিযোগ সরকারের সকল শর্তপূরণ করে বৈধভাবে মহাল ইজারা নিয়েও সুরমা বাগানের বাধায় নির্বিঘেœ কার্যক্রম করতে পারছে না। মহাল ইজারা নেওয়ার পর থেকেই সুরমা চা বাগানের ব্যবস্থাপকগন বৈধ ইজারাদারদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের কাছে বিভিন্ন কাল্পনীক অভিযোগ এনে বৈধ মহালের কার্যক্রম বন্ধ রাখার পায়তারা করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য বাগান থেকে অবৈধপথে দেদারচে বালু পাচার করছে।

এ ব্যাপারে বাগান ব্যবস্থাপক আবুল কাশেম মোবাইল ফোনে জানান-তিনি বালু পাচারের বিষয়ে কিছু জানেন না।

সহকারী কমিশনার(ভূমি) আয়েশা আক্তার জানান- অবৈধভাবে বালু পাচারে কাউকে ছাড় দেওয়া হবেনা। অবৈধ মাটি বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।