সুন্দরবনে মাছ ধরতে যেয়ে আটক ১৫ জেলেকে ফেরত দিয়েছে ভারত

সুন্দরবনে মাছ ধরতে যেয়ে আটক ১৫ জেলেকে ফেরত দিয়েছে ভারত

সুন্দরবনে মাছ ধরতে যেয়ে আটক ১৫ জেলেকে ফেরত দিয়েছে ভারত
সুন্দরবনে মাছ ধরতে যেয়ে আটক ১৫ জেলেকে ফেরত দিয়েছে ভারত

এম ওসমান, বেনাপোল : পটুয়াখালি সুন্দরবন এলাকায় মাছ ধরতে যেয়ে সমদ্রে ঝড়ের কবলে নিখোঁজ হওয়া বাংলাদেশী ১৫জেলেকে দীর্ঘ ৫৪ দিনপর বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে বিএসএফ সদস্যররা।
পটুয়াখালি সুন্দরবন গভীর সমদ্রে মাছ ধরতে যেয়ে ঝড়ের কবলে পড়ে টলারসহ নিখোঁজ হওয়া ১৫জেলে দীর্ঘ ৫৪ দিনপর ভারত থেকে দেশে ফিরেছে। ভারতের বনগাঁ পেট্টাপোল সীমান্তের বিএসএফ সদস্যরা ১৫বাংলাদেশী জেলেকে মঙ্গলবার দুপুর ১টার সসময় বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি’র কাছে হস্তান্তর করেন। ফেরত আসা জেলেরা সুন্দরবন মহিপুর বাড়ী এলাকার অধিবাসি। তবে নিখোঁজ হওয়া সামসুর জামানের সন্ধান মেলেনি আজও। বেঁচে আছে কি মরে গেছে বলতে পারেনি সহকর্মিরা সহ স্বজনেরা।
বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার কাশেম আলী জানান, ১৯শে সেপ্টম্বর পটুয়াখালি মহিতপুর বাড়ী এলাকায় গভীর সমদ্রে মাছ ধরতে যায় ঐ এলাকার রহমত উল্লাহ, কালগাজি, আব্দস সালাম, নিজাম ও সামসুর জামানসহ ১৬ জেলে। ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয় তারা। দীর্ঘ ১৯ঘন্টাপর ভারতের গবর্ধন থানা এলাকার সুন্দরবন পুলিশ তাদেরকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়। পরে নীলডুমুর সেক্টর বিজিবির পক্ষে ভারতীয় কর্তৃপক্ষের কাছে তাদেরকে হস্তান্তরের আবেদন জানান।
দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সহযোগিতায় ৫৪দিন পর দেশে ফেরে তারা। এসময় আজকের সাতক্ষিরা পত্রিকার সম্পাদক মহাসীন হোসেন বাবলুসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারতের পেট্টাপোল ক্যাম্পের বিএসএফ কমান্ডার অশোক কুমার তাদেরকে যশোর-৪৯ বিজিবির আইসিপি ক্যাম্প কমান্ডার আমজাদ হোসেনের কাছে হস্তান্তর করেন।
পরে তাদেরকে পোর্ট থানায় হস্তান্তর করা হয়। থানা পুলিশ জিডি করে স্ব-স্ব পরিবাবের কাছে হস্তান্তর করেছে বলে জানান পোর্ট থানার ওসি আবু সালেহ মাসুদ করিম।
ফেরত আসা মাঝি মুনসুর আলীর ছেলে রহমত উল্লাহ জানান, তাদের নিখোঁজ হওয়ার করুন কাহিনী। সীমান্ত এলাকায় ৫৪দিনপর তাদেরকে পেয়ে স্বজনদের মধ্যে আনন্দ অশ্রুতে এক আবেগঘন পরিবেশের সৃস্টি হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com