লোকালয় ২৪

সুনামগঞ্জ ৫টি উপজেলা নির্বাচনে ২৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

সুনামগঞ্জ ৫টি উপজেলা নির্বাচনে ২৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

ফরিদ মিয়া, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগন্জ ঊপজেলা পরিষদ নির্বাচনে ৫ টি উপজেলার প্রাথমিক মনোনয়ন বাচাইয়ে সদর উপজেলা ৪ পার্থী সহ ২৮ পার্থী র মনোনয়  প্রাথমিক ভাবে বাতিল করা হয়, তবে আপিলাতের সোযোগ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং  কর্মকর্তা মঙ্গলবার সকাল থেকে জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক)  মোঃ সসফিউল আলমের মাধ্যমে এই বাচাই পর্ব অনুষ্টিত হয় এতে ৫ টি উপজেলার নির্বাচনি প্রার্থী সহ সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শহিদুল্লাহ  স্তানিয় গনমাধ্যম কর্মিরা উপস্তিত ছিলেন প্রাথমিক ভাবে মনোনয়ন বাতিল কৃতরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার মহিলা ভইস চেয়ারম্যান সাদিয়া বখত, মিনারা বেগম,পুরুষ ভাইস চেয়ারম্যান শাহ রুবেল মিয়া,মোঃখোকন মিয়া, বিশ্বম্ভরপুর উপজেলায় ভাইস চেয়ারম্যানপুরুষ  আব্দুল মান্নান,মহিলা ভাইস চেয়ারম্যান মদিনা আক্তার, জামালগঞ্জ চেয়ারম্যান রশিদ আহমদ, পুরুষ ভাইস চেয়ারম্যান জোবায়ের আফদিন, শাহাবুদ্দিন,আঃকদ্দু্স আসাদুল আলম, শাল্লায় ভাইস চেয়ার ম্যান দিপুরঞ্জন দাস,আব্দুল মজিদ,কালিপদ রায়,সাইদুর রহমান,অরবিন্দ চৌঃপংকজ কুমার দাস,অনিতা,আজিজুন নেছা,অলিবেগম,নেহার বেগম,বেনীতালুকদার ,ধর্মপাশা   চেয়ারম্যান শামিম আহমদ বিলকিচ ,ভাইস চেয়ারম্যান পুরুষ আঃহাই তালুকদার,আবুল কাসেম,ফারুক আহমদ,ভাইস চেয়াম্যান মহিলা শান্তা চৌঃ।