লোকালয় ২৪

সুনামগঞ্জে ১২৭২১ ভোট বেশী পেয়ে চপল নির্বাচিত

সুনামগঞ্জে ১২৭২১ ভোট বেশী পেয়ে চপল নির্বাচিত

ফরিদ মিয়া, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ সদর উপজেলায় প ম উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খায়রুল হুদা চপল নৌকা প্রতীকে ৪০ হাজার ৯৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মনিষ কান্তি দে মিন্টু ঘোড়া প্রতীকে ২৭৩৭৬ ভোটপান, সদর উপজেলার ৭৬টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৮৭৪৯৯, নির্বাচন কমিশন কতৃক ২ টি ভোটকেন্দ্রে গোলযোগের কারনে ভোট স্তগিত করা হয়,এদিকে ভাইস চেয়ারম্যান হিসাবে মোঃআবুল হোসেন তালা প্রতীকে ২১০৫৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন, তার নিকটতম প্রার্থী জাকির হোসেন শাহীন চশমা প্রতীকে ১৫৫৮৬ ভোটপান, মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে নিগার সুলতানা কেয়া বৈদ্যুতিক পাখা প্রতীকে ২২৩৯২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন,তার নিকটতম প্রার্থী ছাদিয়া বখত সুরভী ফুটবল প্রতীকে ১৮০৩৪ ভোটপান।নৌকা প্রতিকের বিজয়ের খবর শোনে শহরের হাজীপাড়াস্থ খায়রুল হুদা চপলের বাসভবনে কর্মী সমর্থকদের ভিড় বেড়েছে। তারা ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন খায়রুল হুদা চপলকে। খায়রুলহুদা চপল জানান এই বিজয় শেখ হাসিনার বিজয় এই বিজয় সুনামগঞ্জ সদর উপজেলা বাসির বিজয়, তাদের ভালবাসার ঋন ও তাদের ভালবাসার কথা সারাজীবন মনে রাখবো।